গাবতলীতে তাণ্ডব : সাত শ্রমিক রিমান্ডে
রাজধানীর গাবতলীতে পরিবহন শ্রমিকদের তাণ্ডবের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় সাত শ্রমিকে একদিন করে রিমান্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকা সিএমএম আদালতে তাদের হাজির করে রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম দেবব্রত সিকদার এ রিমান্ড মঞ্জুর করেন।
দারুসসালাম থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনে মামলায় সাত দিনের রিমান্ড আবদেন করেন মামলা তদন্তকারী অফিসার উপ-পরিদর্শক মজিবুর রহমান। শুনানি শেষে প্রত্যেকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
রিমান্ড মঞ্জুর হওয়া সাত শ্রমিক হলেন- শ্রমিক রফিকুল ইসলাম, হাসানুর, রবিন, সোহেল, ফজলে রাব্বী, আল আমিন ও এনামুল।
গত ২৮ ফেব্রুয়ারি রাত থেকে ধর্মঘট শ্রমিকরা গাবতলীতে ব্যাপক ভাঙচুর চালান ও ইটপাটকেল নিক্ষেপ করেন। আগুন ধরিয়ে দেন একটি পুলিশ বক্স ও রেকারেও। ওই ঘটনায় রাজধানীর দারুসসালাম থানার উপ-পরিদর্শক মোহাম্মদ যোবায়ের বাদি বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন।
জেএ/আরএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ শিবিরের ৪ নেতাকে হাত ও চোখ বেঁধে গুলি করে পঙ্গু করা হয়
- ২ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ৩ সমাজসেবা অধিদপ্তরের ডিজিকে সরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
- ৪ যুবদল নেতা হত্যা: রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক শেখ জামাল
- ৫ পঞ্চদশ সংশোধনীর রুলে পক্ষভুক্ত হলেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান