ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

কেন্দ্রীয় ব্যাংকের ঋণ মওকুফ পাওয়াদের তালিকা চান হাইকোর্ট

প্রকাশিত: ১২:০৮ পিএম, ০১ মার্চ ২০১৭

বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করার পর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের কত ঋণ মওকুফ করা হয়েছে তার একটি তালিকা আদালতে দাখিল করতে বলা হয়েছে।

আগামী ৩০ দিনের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এ তালিকা দিতে হবে। বুধবার আদালতের আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

একই সঙ্গে ঋণ মাফ করার ক্ষমতা কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একটি জাতীয় দৈনিকে প্রকাশ করা এ সংক্রান্ত এক প্রতিবেদন আমলে নিয়ে হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

গত ২৬ ফেব্রুয়ারি এশিয়ান এজ পত্রিকায় ‘সরকারের কাছ থেকে শতকরা ৬০ ভাগ খেলাপি ঋণ দেখিয়ে প্রতারণার মাধ্যমে ৩০ হাজার কোটি টাকা গায়েব’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন নজরে নিয়ে আদালত রুল জারি করেন।

এফএইচ/এসএইচএস/জেআইএম

আরও পড়ুন