২৪ ঘণ্টার মধ্যে ধর্মঘট প্রত্যাহার চেয়ে রিট
আদালতের রায় ও আদেশের বিরুদ্ধে ধর্মঘট ডাকা কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে যান চলাচল স্বাভাবিক রাখতে সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া আগামী দুই সপ্তাহের মধ্যে আদেশ বাস্তবায়ন করার অগ্রগতি প্রতিবেদন দাখিল করার জন্য বলেছেন আদালত।
সারাদেশে চলমান পরিবহন শ্রমিকদের ধর্মঘট ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি নিয়ে বুধবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আজ শুনানি করেছেন রিটকারী আইনজীবী মনজিল মোরেসেদ ও অপরদিকে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
আদালতের রায় ও আদেশের বিরুদ্ধে এই ধরনের কর্মসূচি আহ্বানকারীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। আগামী তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), সাত বিভাগীয় ডিজি এবং বাস মালিক সমিতির সভাপতিসহ ১৭ জনকে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।
সারাদেশে ডাকা ধর্মঘটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার সকালে জনস্বার্থে রিট আবেদন করেন আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
রিটকারী মনজিল মোরসেদ জাগো নিউজকে বলেন, সারাদেশে সাধারণ জনগণকে জিম্মি করে পরিবহন ধর্মঘট নাগরিকদের মৌলিক অধিকার ও সংবিধানের পরিপন্থী। তাই এই রিট দায়ের করা হয়েছে।
তিনি জানান, আদালতের রায়ের প্রতিবাদে ডাকা ঘোষিত পরিবহন ধর্মঘট ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের নির্দেশনা চাওয়া হয়। রিটে গাড়ি রাস্তায় না নামালে মালিকদের গাড়ি জব্দ ও চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহারের নির্দেশনা চাওয়া হয়। এ ছাড়া আদালতের রায়ের প্রতিবাদে পরিবহন ধর্মঘট কেন অবৈধ ঘোষণা করা হবে না- এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়।
এ ধর্মঘটের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদনে বলা হয়, আদালতের রায়ের প্রতিবাদে ধর্মঘট পালন বেআইনি। এটি আদালত অবমাননারও শামিল। আদালতের রায়ে কেউ সংক্ষুব্ধ হলে তার উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। উচ্চ আদালত যদি মনে করে নিম্ন আদালতের রায় যথাযথ হয়নি, তাহলে আদালত ওই রায় পরিবর্তন করে যে কোন আদেশ দিতে পারে। কিন্তু এভাবে ধর্মঘট করে আদালতের রায় পরিবর্তন করা যায় না।
প্রসঙ্গত, ২০১১ সালে মানিকগঞ্জে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মনিরসহ ৫ জন নিহতের ঘটনায় চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় মানিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত। এ রায়ের পর খুলনা বিভাগের ১১টি জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেয় শ্রমিকেরা। দুই দিন পর খুলনার অভ্যন্তরীণ পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই মঙ্গলবার থেকে টানা ধর্মঘট পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
সোমবার প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এলেও পরে শ্রমিক নেতারা কর্মসূচি বহাল রাখার কথা বলেন। সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে সোমবার ট্রাকচালক মীর হোসেনের ফাঁসির রায় দেয়া হয় ঢাকার আদালতে। এরপর মঙ্গলবার থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।
এফএইচ/এআরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হাসান আরিফের জানাজা সম্পন্ন
- ২ হাসান আরিফের মৃত্যুতে দেশ আইনের জগতে এক উজ্জ্বল নক্ষত্র হারালো
- ৩ সকালে হাসান আরিফের দ্বিতীয় জানাজা, মেয়ে দেশে ফিরলে দাফন
- ৪ ব্যাংক ডাকাতির চেষ্টা: দুই কিশোরের স্বীকারোক্তি, একজন রিমান্ডে
- ৫ ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা: ছাত্রলীগের দুই নেতা কারাগারে