তাভেলা সিজার হত্যা : পুলিশ কনস্টেবলকে জেরা
ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা মামলার সাক্ষী তৎকালীন গুলশান থানার কনস্টেবল জসিম উদ্দিনকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে তাকে জেরা করা হয়। জেরা শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৮ ও ৯ মার্চ দিন ধার্য করেন আদালত।
তাভেলা সিজার হত্যার পর তদন্তকারী কর্মকর্তা যে ভিডিও ফুটেজ উদ্ধার করে গত ১৬ ফেব্রুয়ারি তার সাক্ষ্য দেন তিনি। ওই সময় আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। জেরা শেষে না হওয়ায় আজ (২৭ ফেব্রুয়ারি, সোমবার) পরবর্তী দিন ধার্য করেছিলেন আদালত।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তাভেলা সিজার। পরে ২০১৬ সালের ২২ জুন এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী।
আলোচিত এ মামলার অন্য আসামিরা হলেন- কাইয়ুমের ভাই আব্দুর মতিন, তামজিদ আহম্মেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগ্নে রাসেল, ভাঙারি সোহেল ও শাখাওয়াত হোসেন।
আসামিদের মধ্যে কাইয়ুম ও সোহেল পলাতক। অপর পাঁচ আসামি কারাগারে রয়েছেন।
জেএ/আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ শিবিরের ৪ নেতাকে হাত ও চোখ বেঁধে গুলি করে পঙ্গু করা হয়
- ২ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ৩ সমাজসেবা অধিদপ্তরের ডিজিকে সরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
- ৪ যুবদল নেতা হত্যা: রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক শেখ জামাল
- ৫ পঞ্চদশ সংশোধনীর রুলে পক্ষভুক্ত হলেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান