সিগমা হুদার রিট খারিজ : দুদকের নোটিশ বৈধ
সম্পদের হিসাব চেয়ে ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদাকে দুর্নীতি দমন কমিশন (দুদকের) দেয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে দুদকের করা নোটিশটি বৈধ বলে বিবেচিত হয়েছে।
এ সংক্রান্ত আবেদন শুনানি করে বুধবার হাইকোর্টের বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ বুধবার (২২ ফেব্রুয়ারি) এ রায় দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। সিগমা হুদার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নাজমুল হুদা।
পরে খুরশীদ আলম খান বলেন, নোটিশের বৈধতা নিয়ে করা রিটে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
২০০৯ সালের ১২ জানুয়ারি সম্পদের হিসাব চেয়ে সিগমা হুদাকে নোটিশ দেয় দুদক। পরে ওই নোটিশ চ্যালেঞ্জ করে সিগমা হুদা হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে ওই বছর ২৭ জানুয়ারি হাইকোর্ট নোটিশের কার্যকারিতার স্থগিত করে রুল জারি করেন। এ রুলের উপর শুনানি শেষে আজ তা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
এফএইচ/জেডএ/পিআর