ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

ব্লগার রাজিব হত্যা : রানা ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ১১:২৪ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৭

ব্লগার রাজিব হায়দার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রেদোয়ানুল আজাদ ও তার সহযোগী আশরাফকে পাঁচদিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকা সিএমএম আদালতে হাজির করে দশদিনের রিমান্ড আবেদন করেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মোহাম্মদ মুনিরুল ইসলাম। অপরদিকে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাজাহারুল ইসলাম জামিন নামঞ্জুর করে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার দুপুর ২টার দিকে উত্তরা এলাকা থেকে কাউন্টার টেরোরিজমের একটি দল তাদের গ্রেফতার করে।

উল্লেখ্য, ২০১৩ সালে পল্লবী থানা এলাকায় ব্লগার রাজিব হায়দারকে হত্যা করে জঙ্গিরা। এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিল রেদোয়ানুল আজাদ রানা। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর আদালত আজাদকে মৃত্যুদণ্ড দেন।  

জেএ/এএইচ/আরআইপি

আরও পড়ুন