ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

মান্নান দম্পতির বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ ২ এপ্রিল

প্রকাশিত: ০৮:২৯ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

দুদকের দায়ের করা দুর্নীতির মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান ও তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে চার্জ গঠনের আদেশের জন্য আগামী ২ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

রোববার ঢাকার ৩ নং বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ দিন ধার্য করেন। এদিন মান্নান খান দম্পতির বিরুদ্ধে চার্জ গঠনের আদেশের জন্য দিন ধার্য ছিল। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত কর্মকর্তা চার্জশিটের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করায় আদালত পরবর্তী ওই দিন ধার্য করেন। একইসঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে বলেন বিচারক।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৪ সালের ২১ আগস্ট মান্নান খানের বিরুদ্ধে ৭৫ লাখ ৪ হাজার টাকার আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। অপরদিকে তার স্ত্রী হাসিনা সুলতানার বিরুদ্ধে ১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার টাকার সম্পদের তথ্য গোপন ও ৩ কোটি ৪৫ লাখ ৫৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একই বছরের ২১ অক্টোবর মামলা করে দুদক। তদন্ত শেষে ২০১৫ সালের ১১ আগস্ট মান্নান খানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে দুদক।

জেএ/জেডএ/জেআইএম

আরও পড়ুন