ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

বিচারকদের শৃঙ্খলাবিধি : সময় ক্ষেপণের ব্যাখ্যা চান আপিল বিভাগ

প্রকাশিত: ০৪:০৫ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭

নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি প্রণয়নে কেন সময় ক্ষেপণ করা হচ্ছে তার লিখিত ব্যাখ্যা চেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আগামীকাল সোমবার রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এই মামলার শুনানি আজ রোববার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের কার্যতালিকার (কজলিস্ট) এক নম্বরে ছিল। এ বিষয়ে আপিল বিভাগে আগামীকাল সোমবার আবারো শুনানির দিন ঠিক করে আদেশ দেন।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসক) সিনহার নেতৃত্বাধীন আট সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এর আগে শৃঙ্খলা বিধিমালা প্রকাশের জন্য গত ৫ ফেব্রুয়ারি এক সপ্তাহ সময় বেধে দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

এফএইচ/এনএফ/এমএস