বিচারকদের শৃঙ্খলাবিধি : সময় ক্ষেপণের ব্যাখ্যা চান আপিল বিভাগ
নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধি প্রণয়নে কেন সময় ক্ষেপণ করা হচ্ছে তার লিখিত ব্যাখ্যা চেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আগামীকাল সোমবার রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
এই মামলার শুনানি আজ রোববার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের কার্যতালিকার (কজলিস্ট) এক নম্বরে ছিল। এ বিষয়ে আপিল বিভাগে আগামীকাল সোমবার আবারো শুনানির দিন ঠিক করে আদেশ দেন।
রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসক) সিনহার নেতৃত্বাধীন আট সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে শৃঙ্খলা বিধিমালা প্রকাশের জন্য গত ৫ ফেব্রুয়ারি এক সপ্তাহ সময় বেধে দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
এফএইচ/এনএফ/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ চাঁদাবাজির সত্যতা মেলেনি: তারেক রহমানসহ ৮ জনকে অব্যাহতির সুপারিশ
- ২ শিবিরের ৪ নেতাকে হাত ও চোখ বেঁধে গুলি করে পঙ্গু করা হয়
- ৩ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ৪ সমাজসেবা অধিদপ্তরের ডিজিকে সরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
- ৫ যুবদল নেতা হত্যা: রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক শেখ জামাল