ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

তাভেলা সিজার হত্যা : সাবেক সেনা সার্জেন্টের সাক্ষ্য

প্রকাশিত: ০১:৪৯ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা মামলায় সাক্ষ্য দিলেন সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট মোশারফ হোসেন ও তাভেলার কলিগ সরোয়ার হোসেন।

মোশারফ হোসেন সাক্ষ্যতে বলেন, ‘গুলির শব্দ শুনে ঘটনাস্থলে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে হাসপাতালে নেয়ার জন্য গাড়িতে উঠিয়ে দিয়েছি। ঘটনাস্থলে এসে ফাঁকা গুলির শব্দ শুনতে পেয়েছি।’

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা তাদের জবানবন্দি রেকর্ড করেন। এদিন তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। মোশারফ হোসেনকে জেরা শেষ করতে না পারায় পরবর্তী জেরার জন্য বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিন ধার্য করেন আদালত।

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তাভেলা সিজার। পরে ২০১৬ সালের ২২ জুন এম এ কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী।

আলোচিত এ মামলার অন্য আসামিরা হলেন- কাইয়ুমের ভাই আব্দুর মতিন, তামজিদ আহম্মেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগ্নে রাসেল, ভাঙ্গারি সোহেল ও শাখাওয়াত হোসেন।

কাইয়ুম ও সোহেল পলাতক। অপর পাঁচ আসামি কারাগারে।

জেএ/এএইচ/আরআইপি