ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

শ্যামলী পরিবহনের নাম অন্য কারো ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১২:২১ পিএম, ২২ জানুয়ারি ২০১৭

শ্যামলী পরিবহনের নাম শ্যামলী কোম্পানি ছাড়া অন্যান্য (বাস) মোটরযানে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে শ্যামলী পরিবহনের ব্যানার মালিক ছাড়া অন্য যারা ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএর চেয়ারম্যানের কাছে করা আবেদন দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত  বেঞ্চ এ আদেশ দেন।

রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন ও এ আর এম কামরুজ্জামান কাঁকন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।

শ্যামলী নামটি যত্রতত্র ব্যবহার করছে এমন অভিযোগে গত ১৭ জানুয়ারি রিটটি করেন শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ।  পরে আইনজীবী এবিএম আলতাফ হোসেন জানান, ১৯৭৩ সাল থেকে শ্যামলী পরিবহন ট্রান্সপোর্ট ব্যবসা করে আসছে। কিছু অসাধু ব্যবসায়ী অন্যান্য পরিবহনে বেআইনিভাবে শ্যামলী পরিবহনের নাম ও ব্যানার ব্যবহার করছে। এতে পরিবহনটির সুনাম নষ্ট হচ্ছে।  

শ্যামলী পরিবহনের মালিক ছাড়া অন্যরা বেআইনিভাবে এ নাম ও ব্যানার ব্যবহার করছেন উল্লেখ করে গত বছরের ৫ ডিসেম্বর আইজিপির কাছে এবং ৯ নভেম্বর বিআরটিএর চেয়ারম্যানের কাছে আবেদন করা হয়। তারপরও কাজ না হলে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

এফএইচ/এএইচ/পিআর