ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

বিনা বিচারে ১৭ বছর ধরে কারাবন্দি দু’জনকে হাজিরের নির্দেশ

প্রকাশিত: ০৭:০৩ এএম, ০৫ জানুয়ারি ২০১৭

বিনা বিচারে ১৭ বছর ধরে কারাবন্দি শফিকুল ইসলাম ওরফে স্বপন (৩৫) ও সাবেদ আলীকে (৪০) আগামী ১৯ জানুয়ারি হাইকোর্টে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে কারাবন্দি দুইজনের মামলার নথিও তলব করেছেন হাইকোর্ট।  

পাশাপাশি কারাবন্দি দুইজনকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে কিশোরগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটকে রুলের জবাব দিতে বলা হয়েছে।  

বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথি এর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

গত ১২ ডিসেম্বর একটি বেসরকারি টেলিভিশনে দেড়যুগেরও বেশি সময় ধরে কিশোরগঞ্জে কারাবন্দি এই দুইজনকে নিয়ে সংবাদ প্রচারিত হয়। এ সংবাদটি সংযুক্ত করে সুপ্রিমকোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী কুমার দেবুল দে বিয়ষটি আদালতের নজরে আনলে আদালত এ নির্দেশ দেন।

পরে আইনজীবী কুমার দেবুল দে সাংবাদিকদের জানান, পৃথক দুটি হত্যা মামলায় শফিকুল ইসলাম স্বপন ২০০১ সালের ২৫ এপ্রিল থেকে ও সাবেদ আলী  ২০০৩ সালের ২৯ জুন থেকে বিনা বিচারে কারাবন্দি রয়েছেন। দীর্ঘ কারাবাসে তারা এক ধরনের মানসিক রোগে ভুগছেন।

এফএইচ/এআরএস/আরআইপি