মওদুদের নাইকো মামলার কার্যক্রম ৮ সপ্তাহ স্থগিত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দায়েরকৃত নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
মার্কিন যুক্তরাষ্ট্রে নাইকো নিয়ে যে পিটিশন মামলা চলছে তা শেষ না হওয়া পর্যন্ত শুধু মওদুদ আহমদের ক্ষেত্রে বিচারিক আদালতে এই মামলার কার্যক্রম স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আদালত।
মওদুদ আহমদের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে মওদুদ আহমদ নিজেই শুনানি করেন। দুর্নীতি দমন কমিশন (দুদকের) পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
নাইকো দুর্নীতির দায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্যদের বিরুদ্ধে বিচারিক আদালতে কার্যক্রম চলছে।
ঢাকার বিশেষ জজ আদালতে নাইকো মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য রয়েছে। বিচারিক আদালতে কিছু তথ্য দাখিল করতে এবং সে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম স্থগিত চেয়ে মওদুদ আহমদ বিচারিক আদালতে আবেদন করেন। নিম্ন আদালতে এ আবেদন খারিজ হলে মওদুদ আহমদ হাইকোর্টে ফৌজদারি রিভিশন আবেদন করেন।
আদালতে ফৌজধারী কার্যবিধির দুইটি ধারায় আবেদন জানিয়ে মওদুদ আহমেদ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে নাইকোর যে আরপিটিশন মামলা চলছে তা শেষ না হওয়া পর্যন্ত এই মামলার কার্যক্রম স্থগিত রাখা হোক। একই সঙ্গে কিছু নথিপত্র দাখিল করার জন্যও আবেদন করেন তিনি। এ আবেদনের ওপর দুদিন শুনানি নিয়ে হাইকোর্ট বৃহস্পতিবার এ আদেশ দিলেন।
পরে দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান বলেন, আদালত রুলসহ মওদুদ আহমদের ক্ষেত্রে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেছেন। এর ফলে শুধু মওদুদ আহমদের ক্ষেত্রে মামলার কার্যক্রম স্থগিত থাকবে। এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে তিনি জানান।
এফএইচ/এনএফ/পিআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ শিবিরের ৪ নেতাকে হাত ও চোখ বেঁধে গুলি করে পঙ্গু করা হয়
- ২ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ৩ সমাজসেবা অধিদপ্তরের ডিজিকে সরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
- ৪ যুবদল নেতা হত্যা: রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক শেখ জামাল
- ৫ পঞ্চদশ সংশোধনীর রুলে পক্ষভুক্ত হলেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান