আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে সুপ্রিম কোর্ট : প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা বলেছেন, সুপ্রিম কোর্ট দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আইনজীবীদের সহযোগিতা না থাকলে তা সফল হবে না। বুধবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বাহাত্তরের সংবিধান কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজীবী মরহুম এম আবদুর রহিম স্মরণে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি।
প্রধান বিচারপতি বলেন, আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আইনজীবীদের অবদান কম নয়। মাইনাস আইনজীবী দিয়ে আইনের শাসন চিন্তাই করতে পারি না।
স্বাধীনতার পরবর্তী সময়ের প্রেক্ষাপট বর্ণনা করে তিনি বলেন, দেশটার যখন ভঙ্গুর অবস্থা ছিল, সেটা পূর্ণতায় যারা আত্মনিয়োগ করেছেন, তাদের মধ্যে এম আবদুর রহিম অন্যতম। তিনি শুধু মুক্তিযুদ্ধে আত্মনিয়োগ করেননি। দেশের উন্নয়নেও কাজ করেছেন এবং সংবিধান প্রণয়ণের রূপকারদের মধ্যে তাকে প্রথম সারিতে রাখবো।
মরহুমের ছেলে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম বাবার স্মৃতিচারণ করে বলেন, দাদা মারা যাওয়ার সময় ১২২ বিঘার মতো জমি রেখে যান। তখন বাবাকে সবাই কৃষি ও ব্যবসার কথা বলতেন। কিন্ত তিনি সেটা না করে শিক্ষা, সমাজসেবা ও রাজনীতিতে আত্মনিয়োগ করেন। মৃত্যুকালে বাবা ৪০/৪২ বিঘার মতো জমি রেখে গেছেন। অথচ তিনি ভালো আইনজীবীও ছিলেন। তিনি রাজনীতি করতে গিয়ে সম্পত্তি বিক্রি করেছেন। কিন্তু আজকের রাজনীতিতে সম্পত্তি যোগ হয়। আমার বাবার সম্পত্তি যোগ হয়নি।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এম আমীর-উল ইসলাম, খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, ইউসুফ হোসেন হুমায়ুন প্রমুখ।
এফএইচ/বিএ