গারো তরুণী ধর্ষণ : স্বীকারোক্তিমূলক জবানবন্দি রুবেলের
আদালত থেকে পালিয়ে যাওয়া রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালতে তিনি জবানবন্দি দেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এদিন ৬ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক বিএম মামুন।
১১ নভেম্বর রাতে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার হন রুবেল। পরে ১৩ নভেম্বর বিকেলে আদালত থেকে পালিয়ে যান তিনি। ১৪ নভেম্বর বাড্ডার সুবাস্তু টাওয়ারের কাছ থেকে তাকে ফের গ্রেফতার করে পুলিশ।
উল্লেখ্য, ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি ও প্রতারণাসহ কমপক্ষে ২০টি অভিযোগ রয়েছে বাড্ডার ‘ত্রাস’ বলে পরিচিত রুবেলের বিরুদ্ধে। সর্বশেষ গত ২৫ অক্টোবর বাড্ডা এলাকায় এক গারো তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
জেএ/জেএইচ/পিআর