বাড্ডায় ৪ খুন : উজ্জ্বল দুইদিনের রিমান্ডে
রাজধানীর বাড্ডায় চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় গ্রেফতার উজ্জ্বলকে দুইদিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ৩১ অক্টোবর ডিএমপির ডিবি (উত্তর) গুলশান জোনাল টিম বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে উজ্জ্বলকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ১ নভেম্বর তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন ডিবি পুলিশ। মামলার মূল নথি না থাকায় আদালতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং রিমান্ড শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।
উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট বাড্ডার আদর্শনগর পানির পাম্প এলাকায় রাতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন বাড্ডার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুদ্দিন মোল্লা ও ব্যবসায়ী ফিরোজ আহমেদ মানিক। এছাড়া গুলিবিদ্ধ ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান গামা চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান। একই বছরের ২৩ আগস্ট রাতে মৃত্যু যান গ্যারেজ মালিক ও স্থানীয় যুবলীগ নেতা আবদুস সালামের।
আলোচিত এ চার হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ।
জেএ/জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ ঢাবিতে পোষ্য ও খেলোয়াড় কোটা বাতিলের নির্দেশনা চেয়ে রিট
- ২ যুবদল নেতা হত্যা: যুক্তরাজ্য আওয়ামী লীগের সদস্য আশরাফুল কারাগারে
- ৩ জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি: দুদক
- ৪ বাংলাদেশ নিয়ে গুজব, ভারতের রিপাবলিক বাংলা টিভি নিষিদ্ধের দাবি
- ৫ ড. ইউনূসের ছয় প্রতিষ্ঠানে ভাঙচুুর: ১৯ জনের বিরুদ্ধে মামলা