ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

গুলশান হামলা : অব্যাহতি পেলেন তাহমিদ

প্রকাশিত: ০৫:৪২ এএম, ০৫ অক্টোবর ২০১৬

গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন (৫৪ ধারায়) হিসেবে গ্রেফতার তাহমিদ হাসিব খানকে অব্যাহতি দিয়েছেন আদালত।

তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর হাকিম নুর নবী তাকে অব্যাহতি প্রদান করেন। এর আগে গত রোববার মহানগর হাকিম লস্কর সোহেল রানা তার জামিন মঞ্জুর করেন। ওই দিনই রাতে তিনি জামিনে মুক্ত হন।

গত ২৮ সেপ্টেম্বর ডিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের পরিদর্শক মো. হুমায়ুন কবীর গ্রেফতার তাহমিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না পাওয়ায় ৫৪ ধারায় অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন।

৫৪ ধারায় তাহমিদকে দুই দফায় ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। প্রধম দফায় ৩ আগস্ট ঢাকা মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং দ্বিতীয় দফায় ১৩ আগস্ট ঢাকা মহানগর হাকিম গোলাম নবী ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২ আগস্ট রাত পৌনে ৯টায় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাহমিদকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, আজ হাসনাত করিমকেও ৫৪ ধারা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। তবে গুলশানের ঘটনার মূল মামলায় হাসনাত করিম গ্রেফতার রয়েছেন।

উল্লেখ্য, ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশিসহ ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খান পুলিশের নজরদারিতে ছিলেন।

Gulshan attack: Tahmid gets release

জেএ/এআরএস/পিআর

আরও পড়ুন