দীপন হত্যা : সবুরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার আনছারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য আব্দুস সবুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আহসান হাবিবের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আসামি সবুর। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এর আগে ২৫ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম নূর নাহার ইয়াসমিন ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিত ওই রিমান্ড মঞ্জুর করেছিলেন।
উল্লেখ্য, গত ৩১ নভেম্বর শাহবাগের আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রমনা থানায় একটি হত্যা মামলা করা হয়।
জেএ/জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ চিকিৎসক পরিচয়ে প্রতারণা: ঢামেকে গ্রেফতার পাপিয়া কারাগারে
- ২ মেয়েসহ সাবেক মন্ত্রী আমুর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- ৩ যথাযথ আবেদন না থাকায় সাবেক মন্ত্রীসহ ১৩ আসামির পক্ষে শুনানি হয়নি
- ৪ ‘রাষ্ট্রীয় পদে যাওয়ার খবরে’ আসামিপক্ষে শুনানি করতে পারেননি সমাজী
- ৫ ৪৬তম বিসিএস পরীক্ষা কেন বাতিল করা হবে না, হাইকোর্টের রুল