ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

সিটিসেল গ্রাহকদের অপারেটর বদলির বিজ্ঞপ্তি হাইকোর্টে স্থগিত

প্রকাশিত: ০৭:২৬ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৬

বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেল গ্রাহকদের অপারেটর বদলের পরামর্শ দিয়ে বিটিআরসির দুটি বিজ্ঞপ্তি স্থগিত করেছেন হাইকোর্ট।

সিটিসেলের করা এক রিট আবেদনের শুনানি করে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ সিটিসেলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। বিটিআরসির পক্ষে ছিলেন খোন্দকার রেজা-ই রাকিব। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন।

সিটিসেলের গ্রাহকদের অপারেটর পরিবর্তনের পরামর্শ দিয়ে গত ৩১ জুলাই ও ১৭ আগস্ট দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বিটিআরসি।

মোস্তাফিজুর রহমান খান বলেন, আদালত বিজ্ঞপ্তি দুটি স্থগিত করে রুল জারি করেছেন। ওই দুই বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না- রুলে তা জানতে চাওয়া হয়েছে।

তিনি বলেন, আদালতে তারা দুটি যুক্তি তুলে ধরেছেন। টেলিকমিউনিকেশন আইন অনুযায়ী বিটিআরসি এ ধরনের গণবিজ্ঞপ্তি দিতে পারে না। তাদের সে এখতিয়ার নেই।

এফএইচ/এনএফ/এবিএস