সেলিমা-বুলু-সোহেলসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মুগদা থানার নাশকতা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বরকতউল্লা বুলুসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম খোরশেদ আলম অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এই মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, একান্ত সচিব অ্যাডভোকেট শামসুজ্জামান শিমুল বিশ্বাস, আজিজুল বারী হেলাল, শিরিন সুলতানা ও কাই্য়ুম কমিশনার।
২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি মুগদা থানা এলাকায় নাশকতার অভিযোগে থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
পরে ২০১৫ সালের ৮ জুলাই মুগদা থানার উপ-পরিদর্শক সাইফুল আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারসহ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এই মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ ১৫ জন জামিনে রয়েছেন।
জেএ/এসএইচএস/আরআইপি