‘তারেক-মামুনের অর্থপাচার ক্ষমতার অপব্যবহারের অন্যতম দৃষ্টান্ত’
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের অর্থপাচার মামলায় হাইকোর্টের রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, তারেক রহমান ও গিয়াস উদ্দিন আল মামুনের এ ঘটনা রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে অর্থ প্রাচারের অন্যতম উদাহরণ।
বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমীর হোসেনের সম্বনয়ে গঠিত বেঞ্চ রায়ের পর্যবেক্ষণে এ কথা বলা হয়েছে।
আদালত বলেছেন, ‘রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে অর্থপাচারের যে ঘটনা তার অন্যতম উদাহরণ হচ্ছে এই মামলাটি। তাই সরকারকে নতুন করে এ ধরনের অর্থপাচারের ঘটনা রোধে চিন্তা-ভাবনা ও পদক্ষেপ নিতে হবে।’
হাইকোর্ট তার পর্যবেক্ষণে আরো বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দেশের অর্থপাচারের ঘটনা বৃদ্ধি পেয়েছে, যা অর্থপাচার সংক্রান্ত অপরাধের পর্যায়ে পড়ে। আর এ ধরনের অপরাধ বৃদ্ধির ফলে দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উল্লেখ্য, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাসের রায় বাতিল করে সাত বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকার অর্থদণ্ড দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে তারেকের বন্ধু ও ব্যবসায়িক অংশীদর গিয়াসউদ্দিন আল মামুনের সাত বছরের কারাদণ্ড বহাল রেখে তার ৪০ কোটি টাকা অর্থদণ্ড কমিয়ে ২০ কোটি টাকা করেছেন হাইকোর্ট।
এফএইচ/আরএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ চাঁদাবাজির সত্যতা মেলেনি: তারেক রহমানসহ ৮ জনকে অব্যাহতির সুপারিশ
- ২ শিবিরের ৪ নেতাকে হাত ও চোখ বেঁধে গুলি করে পঙ্গু করা হয়
- ৩ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ৯ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ৪ সমাজসেবা অধিদপ্তরের ডিজিকে সরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ
- ৫ যুবদল নেতা হত্যা: রিমান্ড শেষে কারাগারে সাংবাদিক শেখ জামাল