সাবেক খাদ্যমন্ত্রী কামরুলের ২৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ২৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ২ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৬৮৩ টাকা রয়েছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আবেদনে বলা হয়, কামরুল ইসলামের স্বার্থসংশ্লিষ্ট এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাবে বিপুল পরিমাণ অর্থের সন্দেহজনক লেনদেন হয়েছে। এসব অস্থাবর সম্পদগুলোর অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন মর্মে তদন্তকালে বিশ্বস্তসূত্রে জানা গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এসব সম্পদ অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি কামরুল ইসলামের ১৫টি ব্যাংক হিসাবে থাকা ৩ কোটি ৫৫ লাখ ১০ হাজার ১৮৩ টাকা অবরুদ্ধের আদেশ দেন আদালত।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
গত ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুলকে গ্রেফতার করে পুলিশ। পরদিন ১৯ নভেম্বর তাকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। এছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি হত্যা মামলা রয়েছে। এদিকে গত ১১ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় কামরুল ইসলামকে গ্রেফতার দেখান ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব। বর্তমানে কামরুল কারাগারে আছেন।
এমআইএন/এমএএইচ/জেআইএম
বিজ্ঞাপন