ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

ছাত্রলীগ নেত্রী নদী ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২৭ মার্চ ২০২৫

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল ছাত্রলীগের সাবেক সভাপতি নিশীতা ইকবাল নদীকে (৩৪) ফের দুইদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। এদিন নদীকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মো. আল আমিন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে। শুনানি শেষে বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নদীকে গ্রেপ্তার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন ১৫ ডিসেম্বর রাজধানীর কলাবাগান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে দুদিন করে রিমান্ডে পাঠান আদালত। রিমান্ড শেষে কারাগারে ছিলেন তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করায় গত ২৪ অক্টোবর রাত ২টা ৪৫ মিনিটে ২৫ থেকে ৩০ জন আসামি ধানমন্ডি মডেল থানার শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বরের বাস ভবনের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অপপ্রচার করার উদ্দেশ্যে মিছিল করে।

পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ২৪ অক্টোবর ধানমন্ডি থানায় মামলা করে পুলিশ। গত ১২ মার্চ নদীকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়।

বিজ্ঞাপন

এমআইএন/এমআরএম/জেআইএম

বিজ্ঞাপন