জুলাই-আগস্টে মোহাম্মদপুরে হত্যাযজ্ঞ
তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় দিলেন ট্রাইব্যুনাল

জুলাই-আগস্ট অভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এ সংক্রান্ত বিষয়ে প্রসিকিউশনের করা আবেদনের ওপর শুনানি নিয়ে মঙ্গলবার (২৫ মার্চ) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। প্রসিকিউশন পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর শহিদুল ইসলাম, ফারুক আহমেদ, ব্যারিস্টার মইনুল করিম প্রমুখ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ বিষয়ে চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মোহাম্মদপুরে হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। ওই মামলার একজন আসামি যার নাম ওমর ফারুক। যিনি একজন আনসার সদস্য। তিনি ওই সময়ে একটি গেটের কাছে দাঁড়িয়ে থাকা কয়েকজন মানুষকে দূর থেকে দৌড়ে কাছে এসে গুলি করে হত্যা করেন। সেই আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকেও কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
এফএইচ/এমআইএইচএস/এএসএম
বিজ্ঞাপন