শক্তি দইয়ে ভেজালের অভিযোগ
ড. ইউনূসের বিরুদ্ধে মামলা বাতিল হাইকোর্টে

গ্রামীণ শক্তি দইয়ে ভেজালের অভিযোগে নোবেল পুরস্কারবিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট।
মামলা বাতিলে জারি করা রুল মঞ্জুর করে সোমবার (১৭ মার্চ) হাইকোর্টের বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
আদেশের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ।
আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার তানিম হোসেইন শাওন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহেরুল ইসলাম তৌহিদ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
২০১০ সালে বংশালের একটি দোকান থেকে ১০০ গ্রামের একটি দইয়ের ওজনে ভেজাল পাওয়ার অভিযোগ আনে ঢাকা সিটি করপোরেশন। যাতে বলা হয়, ১০০ গ্রামের একটি দইয়ের ওজন ৮০ বা ৬০ গ্রাম ছিল। পরে ২০১১ সালের ১০ জানুয়ারি দোকানের মালিক মো. আবুল কাশেম, সরবরাহকারী প্রতিষ্ঠানের মো. তুষার ও গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের চেয়ারম্যান ড. ইউনূসের বিরুদ্ধে ঢাকা সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান মামলা করেন।
এ মামলায় ২০১১ সালের ২৭ জানুয়ারি বিচারিক আদালত থেকে জামিন পান ড. মুহাম্মদ ইউনূস। এরপর মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্টে মামলা বাতিলে রুল জারি করে স্থগিতাদেশ দেন। সেই রুলের শুনানি শেষে আজ সোমবার রায় ঘোষণা করেন হাইকোর্ট।
বিজ্ঞাপন
ড. ইউনূসের আইনজীবী তানিম হোসেইন শাওন বলেন, মামলায় কিছু ভুল ছিল। এছাড়া ড. ইউনূস ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান। ওনার নির্বাহী ক্ষমতা ছিল না। তারপরও ওনাকে হয়রানির জন্য মামলাটি করা হয়েছিল। ২০১১ সালে তিনি মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন। সেই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। একই সঙ্গে স্থগিতাদেশ দেন। সেই রুলের শুনানি শেষে আজ রায় ঘোষণা করেন। রায়ে রুল যথাযথ ঘোষণা করে মামলাটি বাতিল করেছেন।
এফএইচ/বিএ/এএসএম
বিজ্ঞাপন