ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

মাগুরার শিশু ধর্ষণের বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০৯ মার্চ ২০২৫

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদেশে ৩০ কার্যদিবসের মধ্যে মামলার (শিশুটি ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে মামলা) তদন্ত শেষ করার পাশাপশি অভিযোগ আমলে নিয়ে ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার জন্য নারী শিশু নির্যাতন ও দমন ট্রাইব্যুনালকে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রথামিক শুনানি নিয়ে রোববার (৯ মার্চ) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ধর্ষণের শিকার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দেন হাইকোর্ট। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উপস্থাপন করার পর রোববার হাইকোর্টের একই বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী হামিদুল মিসবাহ ও ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন রিটটি করেন। আর রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান শুনানিতে অংশ নেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে আইনজীবীরা জানান,মাগুরার ভুক্তভোগী শিশুটির ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে ২৪ ঘণ্টার মধ্যে সরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিটিআরসি, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদেশে আদালত বলেছেন, ৩০ কার্যদিবসের মধ্যে মামলাটির (শিশুটি ধর্ষণের শিকার হওয়ার অভিযোগে মামলা) তদন্ত শেষ করতে হবে। অভিযোগ আমলে নেওয়ার ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করতে হবে।

বিজ্ঞাপন

২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৪ ধারায় সংবাদমাধ্যমে নির্যাতনের শিকার নারী ও শিশুর পরিচয় প্রকাশের ব্যাপারে বাধানিষেধ সম্পর্কে বলা আছে। ১৪ ধারা ভঙ্গে জড়িতদের বিরুদ্ধে তিন কার্যদিবসের মধ্যে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ধারাটির বিষয়ে দেশজুড়ে সবাইকে জানাতে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ছাড়া ভুক্তভোগী শিশুটি ও তার ১৪ বছর বয়সী বড় বোনের স্বাস্থ্য, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। এ জন্য ঢাকা ও মাগুর জেলা সমাজকল্যাণ কর্মকর্তাকে দায়িত্ব দিতেও বলা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে বিবাদীদের ১৭ মার্চ প্রতিবেদন দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী হামিদুল মিসবাহ রিটটি করেন করেন।

গত বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে মাগুরা শহরে বোনের বাড়ি বেড়াতে গিয়ে আট বছরের শিশুটি ধর্ষণের শিকার হয়। ঘটনার পরদিন ওই শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। শুক্রবার (৭ মার্চ) তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বিজ্ঞাপন

এরপর শনিবার ঢাকা মেডিকেল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) নেওয়া হয় শিশুটিকে। সেখানেই তার চিকিৎসা চলছে।

এদিকে ধর্ষণের ঘটনায় মামলা করেছেন শিশুটির মা। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়েছে। তারা আগে থেকেই পুলিশের হেফাজতে ছিলেন। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, মেয়ের স্বামীর সহায়তায় তার বাবা (শ্বশুর) শিশুটিকে ধর্ষণ করেন। বিষয়টি মেয়ের শাশুড়ি ও ভাসুর জানতেন। তারা ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যাচেষ্টা চালান।

রোববার সকালে ওই শিশুকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি শিশুটির খোঁজ-খবর নেন ও সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে।

ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় মাগুরা সদর থানায় চারজনকে আসামি করে মামলা করা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত চার আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায়- এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার রয়েছে।

এফএইচ/বিএ/জেএইচ/জিকেএস

বিজ্ঞাপন

 

টাইমলাইন

  1. ১১:৫৭ এএম, ১১ মার্চ ২০২৫ চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, কিশোর গ্রেফতার
  2. ০৯:০৩ এএম, ১১ মার্চ ২০২৫ ‘নির্যাতনের শিকার নারী ও শিশুর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে’
  3. ০৮:৪৪ এএম, ১১ মার্চ ২০২৫ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ
  4. ০৮:৩২ এএম, ১১ মার্চ ২০২৫ ৯ বছরের শিশুকে ধর্ষণ, বৃদ্ধকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
  5. ১০:৩৮ এএম, ১০ মার্চ ২০২৫ দিনভর আদালতে আন্দোলন, মধ্যরাতে চার আসামির রিমান্ড
  6. ০৭:১০ পিএম, ০৯ মার্চ ২০২৫ ধর্ষণ-নির্যাতনের অভিযোগ জানাতে খোলা হচ্ছে ‘হটলাইন’
  7. ০৫:৪৪ পিএম, ০৯ মার্চ ২০২৫ ধর্ষকের বিচার দাবিতে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীদের মানববন্ধন
  8. ০৪:৩৪ পিএম, ০৯ মার্চ ২০২৫ কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২
  9. ০৪:১৭ পিএম, ০৯ মার্চ ২০২৫ বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
  10. ০৩:৫৪ পিএম, ০৯ মার্চ ২০২৫ ধর্ষণ মামলার বিচার ৯০ দিনে শেষ করতে হবে
  11. ০৩:২৯ পিএম, ০৯ মার্চ ২০২৫ মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার বিচার দাবি সেভ দ্য চিলড্রেনের
  12. ০২:৫৩ পিএম, ০৯ মার্চ ২০২৫ বান্দরবানে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৪ যুবকের যাবজ্জীবন
  13. ০২:৩৭ পিএম, ০৯ মার্চ ২০২৫ আইনের দোহাই নয়, ধর্ষকের শাস্তি দিতে ১০ দিনের বেশি লাগার কথা নয়
  14. ০২:২৫ পিএম, ০৯ মার্চ ২০২৫ ধর্ষণ : কারণ ও করণীয়
  15. ০২:২২ পিএম, ০৯ মার্চ ২০২৫ ধর্ষকদের ফাঁসির দাবিতে ঢাবিতে ক্লাস বর্জন, বিক্ষোভ-সমাবেশ
  16. ০১:৫৮ পিএম, ০৯ মার্চ ২০২৫ ধর্ষকের ফাঁসি দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
  17. ০১:৫৮ পিএম, ০৯ মার্চ ২০২৫ শিক্ষার্থীকে ধর্ষণ, আদালতে অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি
  18. ০১:৫৭ পিএম, ০৯ মার্চ ২০২৫ মাগুরার শিশু ধর্ষণের বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ
  19. ০১:৫৩ পিএম, ০৯ মার্চ ২০২৫ স্বামীর সঙ্গে রাগ করে ঢাকায় এসে ধর্ষণের শিকার অন্তঃসত্ত্বা
  20. ০১:৫৩ পিএম, ০৯ মার্চ ২০২৫ ধর্ষকদের বিচারের দাবিতে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ
  21. ১২:০৯ পিএম, ০৯ মার্চ ২০২৫ মাগুরার শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ
  22. ১১:৩৮ এএম, ০৯ মার্চ ২০২৫ মাগুরায় শিশু ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি চান জামায়াত আমির
  23. ১১:০২ এএম, ০৯ মার্চ ২০২৫ মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে সারাদেশ
  24. ১০:৫২ এএম, ০৯ মার্চ ২০২৫ ধর্ষণে জড়িত অপরাধীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে
  25. ১০:০৬ এএম, ০৯ মার্চ ২০২৫ নারী ও শিশুদের প্রতি সহিংসতা-নিপীড়ন উদ্বেগজনক: সালাহউদ্দিন
  26. ০৯:৫২ এএম, ০৯ মার্চ ২০২৫ প্রাইভেট পড়তে গিয়ে ধর্ষণের শিকার শিশু, শিক্ষক গ্রেফতার
  27. ০৮:৪৯ এএম, ০৯ মার্চ ২০২৫ ধর্ষকদের বিচার দাবিতে মধ্যরাতে উত্তাল বাকৃবি
  28. ০৮:২৩ এএম, ০৯ মার্চ ২০২৫ ধর্ষণের বিচার চেয়ে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
  29. ০৮:২০ এএম, ০৯ মার্চ ২০২৫ গাজীপুরে শিশুকে ধর্ষণের পর ভিডিও ধারণ, যুবক গ্রেফতার
  30. ০৪:১২ এএম, ০৯ মার্চ ২০২৫ ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাবিতে বিক্ষোভ
  31. ০৩:৩১ এএম, ০৯ মার্চ ২০২৫ ঢাবিতে ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ গঠন, ধর্ষকের প্রকাশ্যে শাস্তিসহ ২ দাবি
  32. ০৩:১১ এএম, ০৯ মার্চ ২০২৫ ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে হলে ফিরলেন ঢাবি ছাত্রীরা
  33. ০৯:৪৫ পিএম, ০৮ মার্চ ২০২৫ গর্ভবতী তরুণীকে আটকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
  34. ০৮:০১ পিএম, ০৮ মার্চ ২০২৫ ভুক্তভোগীর পাশে চিকিৎসক ঐক্য পরিষদ, সমাবেশের ডাক
  35. ০৫:২৮ পিএম, ০৮ মার্চ ২০২৫ গুলিয়াখালী সৈকতে দিনদুপুরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী
  36. ০৪:২৯ পিএম, ০৮ মার্চ ২০২৫ মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
  37. ০২:৫৮ পিএম, ০৮ মার্চ ২০২৫ ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
  38. ০২:৪৩ পিএম, ০৮ মার্চ ২০২৫ বাইসাইকেলে ঘোরানোর কথা বলে সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ
  39. ১২:৫৭ পিএম, ০৮ মার্চ ২০২৫ মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থার আরও অবনতি
  40. ০৯:৪৮ পিএম, ০৭ মার্চ ২০২৫ মাগুরায় শিশু ধর্ষণ, থানা ঘেরাও করে বিচার দাবি জনতার
  41. ০৫:২৬ পিএম, ০৭ মার্চ ২০২৫ কুমিল্লায় বাকপ্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ
  42. ১২:৪৬ পিএম, ০৭ মার্চ ২০২৫ মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দুলাভাই-তালই আটক
  43. ০৯:২৯ এএম, ০৬ মার্চ ২০২৫ কাজে যাওয়ার সময় তরুণীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ
  44. ০৮:৫১ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৫ চট্টগ্রামে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, দুজন গ্রেফতার

বিজ্ঞাপন