ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

হাইকোর্টে ১০ নারী বিচারপতি, আপিল বিভাগে নেই কেউ

মুহাম্মদ ফজলুল হক | প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ০৮ মার্চ ২০২৫

কর্মক্ষেত্রে নারীদের পদযাত্রা বহু আগেই। চিকিৎসা আর ইঞ্জিনিয়ারিং পেশার বাইরেও এখন অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে নারীদের অবদান অসামান্য। আইন সংশ্লিষ্ট পেশায়ও ভালো করছেন নারীরা।

বর্তমানে সারাদেশে বিচারকাজের গুরুদায়িত্ব পালন করছেন ৬৩৫ জন নারী। এর মধ্যে অধস্তন আদালতে আছেন ৬২৫ জন আর সুপ্রিম কোর্টে ১০ জন। তবে আপিল বিভাগে কোনো নারী বিচারপতি নেই, যেখানে নাজমুন আরা সুলতানা, জিনাত আরা আর কৃষ্ণা দেবনাথের মতো বিচারপতিরা ভালো কাজের সাক্ষর রেখে অবসরে গেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্ট ও আইন মন্ত্রণালয় সূত্র বলছে, দেশের অধস্তন এবং সুপ্রিম কোর্টে (আপিল ও হাইকোর্ট বিভাগ) মোট বিচারকের সংখ্যা এখন দুই হাজার ১৮৩ জন। সে হিসাবে বিচারকের এক-তৃতীয়াংশ হলেন নারী।

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা ১০১ জন। এর মধ্যে আপিল বিভাগে চারজন বিচারপতি রয়েছেন কিন্তু কোনো নারী বিচারপতি নেই। উচ্চ আদালতের হাইকোর্ট বিভাগে বিচারপতির সংখ্যা ৯৭ জন, এর মধ্যে নারী বিচারপতি ১০ জন। এর বাইরে আরও দুজন নারী বিচারপতি রয়েছেন। তাদের মধ্যে একজন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, আরেকজন বিচারিক কাজ থেকে বিরত। বিচারকাজে জটিলতা থাকা সত্ত্বেও নারী বিচারপতির সংখ্যা নগন্য।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে প্রথম নারী বিচারক হলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে অবসরে যাওয়া বিচারপতি নাজমুন আরা সুলতানা। এরপরে যিনি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি হলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জিনাত আরা। আর সর্বশেষ তৃতীয় নারী বিচারক হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে অবসরে গেছেন বিচারপতি কৃঞ্চাদেব নাথ। মূলত সুপ্রিম কোর্টের ইতিহাসে তারাই হলেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নারী বিচারপতি।

হাইকোর্ট বিভাগে কর্মরত নারী বিচারপতিদের মধ্যে রয়েছেন নাইমা হায়দার, ফারাহ মাহবুব, ফাতেমা নজীব, বিচারপতি কাজী জিনাত হক, ফাহমিদা কাদের, মুবিনা আসাফ, নাসরিন আক্তার, আইনুন নাহার সিদ্দিকা, তামান্না রহমান খালিদী ও সাথিকা হোসেন।

বিজ্ঞাপন

অধস্তন আদালতে নারী বিচারকের সংখ্যা ৬২৫ জন। এর মধ্যে জেলা জজ ৬১ জন, অতিরিক্ত জেলা জজ ৮৭ জন, যুগ্ম জেলা জজ ১১২ জন, সিনিয়র সহকারী জজ ৯৬ জন এবং সহকারী জজ ২৬৯ জন।

হাইকোর্টে ১০ নারী বিচারপতি, আপিল বিভাগে নেই কেউ

বাংলাদেশের প্রথম নারী বিচারক ও বিচারপতি নাজমুন আরা সুলতানা জাগো নিউজকে বলেন, উচ্চ আদালত ও নিম্ন আদালতে নারী বিচারকের সংখ্যা দিন দিন বেড়েছে। নারীরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তবে, হাইকোর্টে আরও বেশি নারী বিচারপতি নিয়োগ দেওয়া দরকার। বিচারপতি হওয়ার যোগ্যতা রাখেন, এমন অনেক নারী বিচারক অধস্তন আদালতে কর্মরত আছেন। আছেন যোগ্য নারী আইনজীবীও। নারী বিচারকের সংখ্যা বাড়ার পাশাপাশি বিচারকাজেও নারীরা ভালো করছেন।

বিজ্ঞাপন

বিচারপতি নাজমুন আরা সুলতানা বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এখন কোনো নারী বিচারপতি না থাকলেও আশা করছি অচিরেই একজন নারী বিচারপতি নিয়োগ পাবেন। কিন্তু আমি চাই না যে আপিল বিভাগের নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন হোক, অতীতে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে আপিল বিভাগে বিচারপতি নিয়োগ হয়েছে। এখন নিয়োগ হলে এমনিতেই একজন নারী বিচারপতি জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ পাবেন।

বাংলাদেশের প্রথম নারী বিচারক নাজমুন আরা সুলতানা ১৯৭৫ সালে বিচারক হিসেবে নিয়োগ পান। ২০০০ সালে তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১১ সালে আপিল বিভাগে নিযুক্ত হন। ২০১৭ সালের ৬ জুলাই তিনি অবসরে যান।

বিচারপতি নাজমুন আরার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে ২০২০ সালে ১৪ মার্চ অবসরে যান বিচারপতি জিনাত আরা। ২০২২ সালের ১ সেপ্টেম্বর অবসরে যান বিচারপতি কৃঞ্চা দেবনাথ।

বিজ্ঞাপন

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আপিল বিভাগ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন বিচারপতি কাশেফা হোসেন। এ ছাড়াও স্বেচ্ছায় পদত্যাগ করেছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী।

মানবাধিকারকর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ জাগো নিউজকে বলেন, বিচার বিভাগের পরিসংখ্যান থেকে স্পষ্ট, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সুযোগ পেয়ে অধস্তন আদালতে নারী বিচারকের সংখ্যা মোট বিচারকের প্রায় এক-তৃতীয়াংশ। এটা তাদের যোগ্যতা ও দক্ষতার স্পষ্ট প্রমাণ। কিন্তু উচ্চ আদালতে তুলনামূলকভাবে এত স্বল্প নারী বিচারপতির সংখ্যা নারীদের প্রতি বৈষম্যের প্রবণতা বলে স্পষ্ট প্রতীয়মান হয়।

ফাওজিয়া করিমের মতে, অধস্তন আদালতের মতো সুনির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে প্রতিযোগিতার মাধ্যমে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের আইন হলে দলীয় ভিত্তিতে নিয়োগ এবং লিঙ্গ বৈষম্যের আশঙ্কা দূর হবে। আর সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও নারী বিচারপতি নিয়োগ দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল জব্বার ভূইয়াঁ জাগো নিউজকে বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা প্রথম বিচারক হিসেবে কাজ করে গেছেন। এখন নিম্ন আদালতে নারী বিচারকের সংখ্যা বাড়লেও উচ্চ আদালতে নারী বিচারপতির সংখ্যা তুলনামূলকভাবে কম। উচ্চ আদালতে নারী বিচারপতির সংখ্যা বাড়ানো উচিত। আশা করছি, আগামীতে হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও নারী বিচারপতি নিয়োগ দেবেন রাষ্ট্রপতি।

এফএইচ/এসএনআর/এমএমএআর/এএসএম

টাইমলাইন

  1. ০৯:৫৬ পিএম, ০৮ মার্চ ২০২৫ অর্থনৈতিক ক্ষমতায়নই নারীর আসল ক্ষমতায়ন
  2. ০৯:৫৫ পিএম, ০৮ মার্চ ২০২৫ নারী দিবসে জ্যাকুলিনের চমক
  3. ০৯:৩৩ পিএম, ০৮ মার্চ ২০২৫ প্রতিটি বাধাই উদ্যোক্তার বিকাশের একটি সুযোগ
  4. ০৮:৪০ পিএম, ০৮ মার্চ ২০২৫ পরিবেশ নিয়ে খুশি নন খোদ শিল্পীসংঘের সভাপতি
  5. ০৮:৩৮ পিএম, ০৮ মার্চ ২০২৫ হাইকোর্টে ১০ নারী বিচারপতি, আপিল বিভাগে নেই কেউ
  6. ০৭:৫৬ পিএম, ০৮ মার্চ ২০২৫ নারীর ওপর কোনো হস্তক্ষেপই কাম্য নয়
  7. ০৭:৪৯ পিএম, ০৮ মার্চ ২০২৫ নারী দিবসে জায়েদ খানের প্রত্যাশা
  8. ০৭:১১ পিএম, ০৮ মার্চ ২০২৫ ‘যদি নিজেকে নারী হিসেবেই ভাবতাম, এই পর্যায়ে আসতে পারতাম না’
  9. ০৬:৩৯ পিএম, ০৮ মার্চ ২০২৫ পুরুষতান্ত্রিক সমাজের উদ্দেশে যে বার্তা দিলেন কঙ্গনা
  10. ০৫:৪৯ পিএম, ০৮ মার্চ ২০২৫ অন্য উদ্যোক্তাদের নকল না করে নিজের সম্ভাবনা খুঁজতে হবে
  11. ০৫:১৪ পিএম, ০৮ মার্চ ২০২৫ দেশে দেশে প্রথা ভাঙা নারী তারকারা
  12. ০৪:৫৪ পিএম, ০৮ মার্চ ২০২৫ নারী দিবসে নারী কর্মীদের সম্মাননা
  13. ০৪:৫৩ পিএম, ০৮ মার্চ ২০২৫ শুটিংয়ের দুই বিড়ম্বনা, জানালেন অপু বিশ্বাস
  14. ০৪:৪৬ পিএম, ০৮ মার্চ ২০২৫ ‘সমাজটা নারীবান্ধব হতে হতে থেমে গেছে’
  15. ০৪:২২ পিএম, ০৮ মার্চ ২০২৫ মা-স্ত্রী ও মেয়ে আমার জীবনে গুরুত্বপূর্ণ তিন নারী: তারেক রহমান
  16. ০৩:৫৮ পিএম, ০৮ মার্চ ২০২৫ সমতার পথে নারীর অগ্রযাত্রা: বাধা নয়, সুযোগ চাই
  17. ০৩:১৭ পিএম, ০৮ মার্চ ২০২৫ সর্বোচ্চ সংখ‌্যক ডিসি ও সচিব এখন নারী
  18. ০৩:০৫ পিএম, ০৮ মার্চ ২০২৫ ছন্নছাড়া জীবন ছেড়ে ১৮ বেদে নারীর রূপান্তরের গল্প
  19. ০২:৫২ পিএম, ০৮ মার্চ ২০২৫ ৫০০০ নারী কর্মী যুক্ত হবে প্রাণ-আরএফএল গ্রুপের টেলি মার্কেটিংয়ে
  20. ০২:১৯ পিএম, ০৮ মার্চ ২০২৫ নারী উদ্যোক্তা হওয়ার অনুকূল পরিবেশ অনুপস্থিত
  21. ০১:৫৭ পিএম, ০৮ মার্চ ২০২৫ জীবন সাজে-ফের চোখের জলে ভাসে
  22. ০১:১৮ পিএম, ০৮ মার্চ ২০২৫ নারী দিবস উৎসব নাকি প্রতিবাদ?
  23. ১২:৫২ পিএম, ০৮ মার্চ ২০২৫ জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখসারিতে ছিল নারীরা: ড. ইউনূস
  24. ১২:৪৬ পিএম, ০৮ মার্চ ২০২৫ নারীদের পোশাক নিয়ে কারও বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না: রিজভী
  25. ১২:৪৩ পিএম, ০৮ মার্চ ২০২৫ মুখ বুজে নির্যাতন সহ্য করেন ৬৪ শতাংশ নারী
  26. ১২:৪০ পিএম, ০৮ মার্চ ২০২৫ ডিজিটাল দুনিয়ায় নারীর অবস্থান
  27. ১২:৩২ পিএম, ০৮ মার্চ ২০২৫ যশোরে প্রান্তিক নারীদের দিন বদলের গল্প
  28. ১২:২৬ পিএম, ০৮ মার্চ ২০২৫ মনে হয়নি এলাকার কোনো বড়ভাই আমার দিকে তাকাবেন: ন্যান্সি
  29. ১২:১৮ পিএম, ০৮ মার্চ ২০২৫ নারী উদ্যোক্তাদের কল্যাণে নতুন দিগন্ত
  30. ১২:১৮ পিএম, ০৮ মার্চ ২০২৫ গুগল ডুডলে স্টেম শিক্ষায় নারীদের অবদান
  31. ১২:০৫ পিএম, ০৮ মার্চ ২০২৫ আইন পেশায় এগিয়ে যাচ্ছেন নারীরা
  32. ১১:২৬ এএম, ০৮ মার্চ ২০২৫ নারীশিল্পীদের পারিশ্রমিক কম, একে আমি বৈষম্য হিসেবে দেখি না
  33. ১১:০৯ এএম, ০৮ মার্চ ২০২৫ রোজা রেখেও রক্ত দিয়েছেন নিগার
  34. ১০:৪৮ এএম, ০৮ মার্চ ২০২৫ বিভিন্ন দেশে যেভাবে পালিত হয় নারী দিবস
  35. ১০:৪৪ এএম, ০৮ মার্চ ২০২৫ নারী শ্রমিকদের বিদেশে যাওয়া কমছে, নেপথ্যে অত্যাচার-প্রতারণা
  36. ১০:৩৩ এএম, ০৮ মার্চ ২০২৫ তিনবার আত্মহত্যা করতে যাওয়া দোলা এখন সফল উদ্যোক্তা
  37. ১০:১৫ এএম, ০৮ মার্চ ২০২৫ ফেসভ্যালু নয়, আর্টভ্যালুকে গুরুত্ব দেওয়া উচিত
  38. ১০:০৭ এএম, ০৮ মার্চ ২০২৫ বৈষম্যই নারীমুক্তির প্রধান অন্তরায়
  39. ১০:০৪ এএম, ০৮ মার্চ ২০২৫ সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়ার গল্প শোনালেন সাদিয়া
  40. ০৯:৫৯ এএম, ০৮ মার্চ ২০২৫ নারীরা শক্তি, সাহস আর সম্ভাবনার প্রতীক
  41. ০৯:২৭ এএম, ০৮ মার্চ ২০২৫ নারী দিবস: শুধু একদিনের উদযাপন নাকি বছরের প্রতিদিন?
  42. ০৯:১৮ এএম, ০৮ মার্চ ২০২৫ শত শত প্রতিবন্ধীকে স্বাবলম্বী করে চলেছেন ৩৯ ইঞ্চির অদম্য হোসনা
  43. ০৯:১২ এএম, ০৮ মার্চ ২০২৫ কেন, কীভাবে শুরু নারী দিবসের?
  44. ০৯:০৩ এএম, ০৮ মার্চ ২০২৫ আন্তর্জাতিক নারী দিবস আজ
  45. ০৮:৩৯ এএম, ০৮ মার্চ ২০২৫ জুলাই আন্দোলনে শক্তি-প্রেরণা জুগিয়েছেন নারীরা
  46. ০৯:২৭ পিএম, ০৭ মার্চ ২০২৫ যুদ্ধবিধ্বস্ত দেশেও অদম্য বাংলার নারী
  47. ০৮:১২ পিএম, ০৭ মার্চ ২০২৫ নারীরা শুধু সুযোগের অপেক্ষায় থাকবে না, সুযোগ সৃষ্টি করবে
  48. ০৬:৪৬ পিএম, ০৭ মার্চ ২০২৫ শিক্ষায় এগিয়ে থেকেও চাকরিতে পিছিয়ে নারী

বিজ্ঞাপন