ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

হত্যা মামলায় রিমান্ডে মেনন-ইনু-ফারজানা-শাকিল

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:০০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক হত্যা মামলায় ১৪ দলের দুই শরিক নেতা হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। একই মামলায় সাংবাদিক দম্পতি একাত্তর টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রুপার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর থানাধীন গোলচত্বর এলাকায় গুলিতে আনোয়ার হোসেন পাটোয়ারীকে হত্যার অভিযোগে করা মামলায় তাদের এ রিমান্ড মঞ্জুর করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সোমবার (১৭ ফেব্রুয়ারি) তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা তাদের পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬ আগস্ট বিকেলে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ইনুকে গ্রেফতার করে ডিবির একটি টিম। গত ২২ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গত ২১ আগস্ট হজরত শাহজালাল বিমানবন্দর থেকে শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আটক করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় আওয়ামী সরকারের পতনের দিন ৫ আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

বিজ্ঞাপন

জেএইচ/জেআইএম

বিজ্ঞাপন