ভিডিও EN
  1. Home/
  2. আইন-আদালত

ব্লু হোয়েলের লিঙ্ক বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৮ এএম, ১৬ অক্টোবর ২০১৭

আত্মহত্যার প্ররোচনা রয়েছে- এমন অভিযোগ এনে বিশ্বব্যাপী সমালোচিত গেম ব্লু হোয়েলের সব লিঙ্ক ছয় মাসের মধ্যে বাংলাদেশে বন্ধের নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে জারি করা হয়েছে একটি রুল। রুলে ডেথ গেম হিসেবে পরিচিত ব্লু হোয়েল গেমসহ আত্মহত্যায় প্ররোচনাকারী এ জাতীয় সকল গেমের গেটওয়ের লিঙ্ক ও অ্যাপলিকেশন বন্ধে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেয়া হবে না, বিপজ্জনক এসব গেম এবং সাইবার ক্রাইম থেকে জনগণকে রক্ষায় কেন গাইড লাইন করার নির্দেশনা দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান,স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব, সমাজ কল্যাণ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল,গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, টেলিটক, সিটিসেল কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রোববার দায়ের করা এ সংক্রান্ত পৃথক রিটের প্রাথমিক শুনানিতে সোমবার এই নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ।

সম্প্রতি আত্মহত্যা করা রাজধানীর হলিক্রস স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অপূর্বা বর্ধন স্বর্ণার (১৩) বাবা অ্যাডভোকেট সুব্রত বর্ধন এবং ব্যারিস্টার মোহাম্মদ কাওসার ও ব্যারিস্টার নূর আলম সিদ্দিক রিটটি ব্লু হোয়েল গেম সংক্রান্ত রিটটি দায়ের করেন।

আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন হুমায়ূন কবির পল্লব। তাকে সহযোগিতা করেছেন অ্যাডভোকট খাইরুল হাসান সরকার। রাষ্ট্রপক্ষে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

পরে হুমায়ূন কবির পল্লব জানান, ছয়মাসের জন্য গেম লিঙ্ক বন্ধ ছাড়াও যারা এসব গেমসে আসক্ত তাদের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন তৈরি এবং আসক্তদের কাউন্সেলিং করতে একটি বিশেষজ্ঞ টিম গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ভারত-পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে আলোচিত গেম ব্লু হোয়েল সম্প্রতি আলোচনায় এসেছে বাংলাদেশে।তার পরিপ্রেক্ষিতে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে রোববার সুপ্রিমোকর্টের তিন আইনজীবীরপক্ষে হাইকোর্টে রিটটি দায়ের করেছিলেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর পল্লব। ব্লু হোয়েল গেমের এই রহস্যময় ধারণাটি বর্তমানে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। বিভিন্ন আত্মহত্যার ঘটনায়খোঁজা হচ্ছে ব্লু হোয়েল গেমের সম্পৃক্ততা।

কিন্তু আত্মহত্যার এই গল্পগুলোর সঙ্গে ব্লু হোয়েল গেমেরসম্পৃক্ততা কতটুকু? আদৌও কি ব্লু হোয়েল গেমের কোনো অস্তিত্ব আছে? আপাতত কোনো সিদ্ধান্ত দেওয়াকঠিন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর- পুলিশি তদন্ত ও গবেষকদের সিদ্ধান্ত—ব্লু হোয়েলের অস্তিত্ব প্রমাণকরা কঠিন। তারা এ ধরনের গেমের কোনো অস্তিত্ব পাননি।

এ ছাড়াও রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোবাইল ফোন অপারেটরদের রাত্রিকালীন বিশেষ ইন্টারনেট অফার ছয় মাসের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এফএইচ/এনএফ/এমএস

আরও পড়ুন