ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

এসইউবি ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ৭ ডিসেম্বর

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ০৩ ডিসেম্বর ২০২৪

দেশের তরুণদের ক্যারিয়ার গঠনের এক অসাধারণ সুযোগ এনে দিতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) উদ্যোগে ‘এসইউবি ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৪’ অনুষ্ঠিত হবে। এক্সিলেন্স বাংলাদেশের সহযোগিতায় আগামী ৭ ডিসেম্বর দক্ষিণ পূর্বাচলে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি সংযোগ এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আয়োজিত হবে ফেয়ারটি। এতে অংশগ্রহণ করবে দেশের সরকারি, বেসরকারি, বহুজাতিক এবং আন্তর্জাতিক অঙ্গনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো।

এরই মধ্যে আরএফএল, ইফাদ, পারটেক্স, রূপায়ন, ল্যাবএইড, আনোয়ার গ্রুপসহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।

ক্যারিয়ার ফেয়ারের মূল বৈশিষ্ট্য হলো: ৫০+ প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন, ক্যারিয়ার পরামর্শ ও দিকনির্দেশনা, ওয়াক-ইন ইন্টারভিউয়ের সুযোগ, প্রফেশনাল নেটওয়ার্ক তৈরির প্ল্যাটফর্ম, দক্ষতা উন্নয়ন ও কর্মশালা এবং যুব ক্ষমতায়ন কার্যক্রম।

আয়োজনটি দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। ৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এ ক্যারিয়ার ফেয়ার।

অংশগ্রহণকারীরা সরাসরি নিয়োগের সুযোগের পাশাপাশি পেশাদারত্বের উন্নয়ন এবং নিজেদের দক্ষতা বাড়ানোর সুবর্ণ সুযোগ পাবেন। ফেয়ারে অংশ নিতে চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন এখনই।

এসইউ/এএসএম

আরও পড়ুন