সাধারণ জ্ঞান : বাংলায় বণিকেরা
উর্বর বাংলায় বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের বণিকেরা বাণিজ্য করতে আসে। বাণিজ্য করতে এলেও তারা বাংলার সম্পদের মোহে এক সময় শাসন ক্ষমতাও দখল করে। এদের মধ্যে পর্তুগীজ ও ওলন্দাজরা অন্যতম। আজ বাংলায় ইউরোপীয় বণিকদের আগমন ও অবস্থান নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।
১. প্রশ্ন : বাংলায় কারা বাণিজ্য করতে আসে?
উত্তর : ইউরোপীয় বণিকরা।
২. প্রশ্ন : বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল?
উত্তর : পর্তুগীজরা।
৩. প্রশ্ন : ভাস্কো-দা-গামা কে ছিলেন?
উত্তর : পর্তুগীজ নাবিক।
৪. প্রশ্ন : ভাস্কো-দা-গামা ভারতবর্ষে আসেন কত সালে?
উত্তর : ১৪৯৮ সালে।
৫. প্রশ্ন : ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয় কত সালে?
উত্তর : ১৪৮৭ সালে।
৬. প্রশ্ন : পর্তুগীজরা কবে বাংলায় ব্যবসা-বাণিজ্য আরম্ভ করে?
উত্তর : ১৫৮০ সালে।
৭. প্রশ্ন : পর্তুগীজদের পর কারা বাণিজ্যের জন্য বাংলায় আসে?
উত্তর : ওলন্দাজরা।
৮. প্রশ্ন : ‘ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ কারা গঠন করে?
উত্তর : ওলন্দাজরা।
৯. প্রশ্ন : ফরাসিরা কখন বাংলায় বাণিজ্য করতে আসে?
উত্তর : ১৬৬৮ সালে।
১০. প্রশ্ন : কোন সালে ‘ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠিত হয়?
উত্তর : ১৬৬৪ সালে।
১১. প্রশ্ন : কোন সালে ‘ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠিত হয়?
উত্তর : ১৬০০ সালে।
১২. প্রশ্ন : কোন যুদ্ধের ফলে ভারতে ফরাসিদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ভেঙে যায়?
উত্তর : বন্দিবাসের যুদ্ধে।
১৩. প্রশ্ন : বন্দিবাসের যুদ্ধ কতসালে অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৭৬০ সালে।
১৪. প্রশ্ন : বন্দিবাসের যুদ্ধে কে পরাজিত হন?
উত্তর : ফরাসি গভর্নর কাউন্ট লালী।
১৫. প্রশ্ন : কাউন্ট লালী কার কাছে পরাজিত হন?
উত্তর : ইংরেজ সেনাপতি আয়ারকুটের কাছে।
১৬. প্রশ্ন : প্রথম কর্ণাটক যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তর : ১৭৪৬ সালে।
১৭. প্রথম কর্ণাটক যুদ্ধ কার কার মধ্যে সংঘটিত হয়?
উত্তর : ফরাসিদের সাথে ইংরেজদের মধ্যে।
১৮. প্রশ্ন : উপমহাদেশে ব্যর্থ হয়ে ওলন্দাজরা কোথায় বাণিজ্য স্থাপন করে?
উত্তর : ইন্দোনেশিয়ায়।
১৯. প্রশ্ন : ‘ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ কবে গঠন করা হয়?
উত্তর : ১৬০২ সালে।
২০. প্রশ্ন : বাংলা থেকে আরব বণিকদের বিতাড়িত করে কোন পর্তুগীজ নাবিক?
উত্তর : পেড্রো আলভারেজ কাব্রাল।
এসইউ/আরআইপি