ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ২৪ এপ্রিল ২০১৬

প্রকাশিত: ০২:০৯ এএম, ২৪ এপ্রিল ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : ‘যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে’- কোন ধরনের বাক্য?
উত্তর : জটিল।
 
২. প্রশ্ন : ‘সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা’- রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
উত্তর : বলাকা।
 
৩. প্রশ্ন : বাংলা ছন্দ কত রকমের?
উত্তর : তিন।

৪. প্রশ্ন : একটি শুদ্ধ শব্দ-
উত্তর : দ্বন্দ্ব।

৫. প্রশ্ন : অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো-
উত্তর : অন্ত্যমিল নেই।
 
৬. প্রশ্ন : পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?
উত্তর : মহানন্দা।

৭. প্রশ্ন : প্রাচীন পুণ্ড্রবর্ধন কোথায় অবস্থিত?
উত্তর : মহাস্থানগড়।
 
৮. প্রশ্ন : উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর-
উত্তর : স্যার এ এফ রহমান।
 
৯. প্রশ্ন : প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত?
উত্তর : ৫ বছর।
 
১০. প্রশ্ন : সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
উত্তর : মালদ্বীপ।
 
১১. প্রশ্ন : কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
উত্তর : মারমা।
 
১২. প্রশ্ন : নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
উত্তর : ইবনে বতুতা।
 
১৩. প্রশ্ন : বাংলাদেশে বর্তমানে কয় সদস্য বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
উত্তর : ৩ সদস্য।

১৪. প্রশ্ন : বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন?
উত্তর : আব্দুল হামিদ।
 
১৫. প্রশ্ন : বাংলাদেশে কত সালে সিটিবিটি (CTBT) অনুমোদন করে?
উত্তর : ২০০০ সালে।

১৬. প্রশ্ন : I finally killed the fly _ a rolled up newspaper.
উত্তর : with.
 
১৭. প্রশ্ন : We must look pleased or else he’ll be _
উত্তর : dissatisfied.
 
১৮. প্রশ্ন : The man died _ over eating.
উত্তর : from.

১৯. প্রশ্ন : x^2-11x+30 এবং x^3-4x^2-2x-15 এর গ.সা.গু কত?
উত্তর : x-5.
 
২০. প্রশ্ন : 1+2+3+4+........99 = কত?
উত্তর : 4950.

এসইউ/এমএস

আরও পড়ুন