ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ২১ এপ্রিল ২০১৬

প্রকাশিত: ০৫:২৩ এএম, ২১ এপ্রিল ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের আধিনায়ক কে ছিলেন?
উত্তর : গাজী আশরাফ হোসেন লিপু।

২. প্রশ্ন : বাংলাদেশে কৃষিক্ষেত্রে ‘বলাকা’ ও ‘দোয়েল’ নাম দু’টি কীসের?
উত্তর : উন্নত জাতের গম।

৩. প্রশ্ন : বেসরকারি বিল কাকে বলে?
উত্তর : সংসদ সদস্যদের উত্থাপিত বিল।

৪. প্রশ্ন : ‘ইরাটম’ কী?
উত্তর : উন্নত জাতের ধান।

৫. প্রশ্ন : বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রো ক্রেডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা?
উত্তর : গ্রামীণ ব্যাংক।

৬. প্রশ্ন : কোন আইন সংস্কার করে র্যাব গঠন করা হয়?
উত্তর : আর্মড পুলিশ ব্যাটালিয়ান অ্যাক্ট, ১৯৭৯।

৭. প্রশ্ন : ‘মনপুরা ৭০’ কী?
উত্তর : একটি চিত্রশিল্প।

৮. প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প কোনটি?
উত্তর : তিস্তা সেচ প্রকল্প।

৯. প্রশ্ন : Which sentence is correct?
উত্তর : This is a unique case.

১০. প্রশ্ন : There is no alternative _ training.
উত্তর : of.

১১. প্রশ্ন : ‘Animal Farm’ was written by _.
উত্তর : George Orwell.

১২. প্রশ্ন : x+y=8,x-y=6 হলে, x^2+y^2 এর মান কত?
উত্তর : 50.

১৩. প্রশ্ন : দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ৪৭-
উত্তর : ২৩ এবং ২৪।

১৪. প্রশ্ন : ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে-
উত্তর : ১২।

১৫. প্রশ্ন : কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?
উত্তর : আনন্দময়ীর আগমনে।

১৬. প্রশ্ন : টা, টি, খানা ইত্যাদি-
উত্তর : পদাশ্রিত নির্দেশক।

১৭. প্রশ্ন : প্র, পরা, অপ-
উত্তর : সংস্কৃত উপসর্গ।

১৮. প্রশ্ন : ‘ভানুসিংহের পদাবলী’র রচয়িতা কে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

১৯. প্রশ্ন : ‘লাঠালাঠি’ কোন সমাস?
উত্তর : ব্যতিহার বহুব্রীহি সমাস।

২০. প্রশ্ন : ‘যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম’ কোন জাতীয় বাক্য?
উত্তর : মিশ্র বাক্য।

এসইউ/আরআইপি

আরও পড়ুন