ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতা থেকে বঞ্চিত

প্রকাশিত: ১০:৪৬ এএম, ২০ এপ্রিল ২০১৬

নতুন পে স্কেল অনুযায়ী সব শ্রেণির সরকারি চাকরিজীবী বৈশাখী ভাতা পেয়ে নতুন বাংলা নববর্ষ উদযাপন করলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতা থেকে বঞ্চিত হয়েছে। এ কারণে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা ভীষণ হতাশ ও ক্ষুব্ধ।

উল্লেখ্য, এ বছরই প্রথম প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীর জন্য মূল স্কেলের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা প্রদান করা হয়েছে। সবাই ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পেলেও পাননি শুধু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। সমাজের একটি অংশকে বঞ্চিত করে নতুন বাংলা নববর্ষ উদযাপন মোটেও যুক্তিসঙ্গত নয়। সত্যিই বড় বিচিত্র ও আজব দেশ আমাদের এই বাংলাদেশ!

মনে প্রশ্ন জাগে- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কি মনে-প্রাণে বাঙালি নয়? যদি হয় তাহলে একই দেশে দু’রকম নিয়ম কেন? এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আন্দোলন করলে নাকি শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হয়। কিন্তু শিক্ষকরা বঞ্চিত হলে কি তাদের ক্ষতি হয় না?

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা বকেয়াসহ এপ্রিল মাসের বেতনের সঙ্গে প্রদান করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।

লেখক : শিক্ষক, কুষ্টিয়া।

এসইউ/আরআইপি

আরও পড়ুন