ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ১৭ এপ্রিল ২০১৬

প্রকাশিত: ০২:০২ এএম, ১৭ এপ্রিল ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : পারমাণবিক চুল্লিতে কোন মৌল জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়?
উত্তর : ইউরেনিয়াম-২৩৫।
 
২. প্রশ্ন : বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়?
উত্তর : নাইক্রোম।

৩. প্রশ্ন : শনি গ্রহে পাঠানো মহাকাশযানের নাম কী?
উত্তর : ক্যাসিনি।
 
৪. প্রশ্ন : সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
উত্তর : প্রক্সিমা সেন্টারাই।

৫. প্রশ্ন : বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দর হচ্ছে-
উত্তর : কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর।

৬. প্রশ্ন : বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দর কোথায় অবস্থিত?
উত্তর : সৌদি আরবে।

৭. প্রশ্ন : বিশ্বের সর্ববৃহৎ বিমানবন্দরের আয়তন কত?
উত্তর : ৭৮০ বর্গ কিলোমিটার।

৮. প্রশ্ন : বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
উত্তর : মিথিলার।

৯. প্রশ্ন : মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কী?
উত্তর : ভারতচন্দ্র রায়গুণাকর।

১০. প্রশ্ন : চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে?
উত্তর : নেপালের রাজগ্রন্থাগার থেকে।

১১. প্রশ্ন : ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
উত্তর : ১৬১০ সালে।

১২. প্রশ্ন : কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?
উত্তর : অস্ট্রিক।

১৩. প্রশ্ন : ১৩ সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র থেকে ৫ সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?
উত্তর : ২৪ সেন্টিমিটার।

১৪. প্রশ্ন : x^2-y^2+2y-1 এর একটি উৎপাদক-
উত্তর : x+y-1.

১৫. প্রশ্ন : x^2-8x-8y+16+y^2 এর সঙ্গে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে?
উত্তর : 2xy.

১৬. প্রশ্ন : When they had their first child, they put _ a large sum for his education.
উত্তর : aside.

১৭. প্রশ্ন : If you count 1 to 100, how many 5s will you pass on the way?
উত্তর : 20.

১৮. প্রশ্ন : A farmer had 17 hens. All but 9 died. How many live hens were left?
উত্তর : 9.

১৯. প্রশ্ন : নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
উত্তর : ইউরিয়া।

২০. প্রশ্ন : বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
উত্তর : মেরু অঞ্চলে।

এসইউ/এমএস

আরও পড়ুন