ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ১৩ এপ্রিল ২০১৬

প্রকাশিত: ০২:১৪ এএম, ১৩ এপ্রিল ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : ‘উপরোধ’ শব্দের অর্থ কী?
উত্তর : অনুরোধ।

২. প্রশ্ন : শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?
উত্তর : ক্রীতদাসের হাসি।

৩. প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
উত্তর : জাহান্নাম হইতে বিদায়।

৪. প্রশ্ন : বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি?
উত্তর : আরেক ফাল্গুন।

৫. প্রশ্ন : ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর : ফররুখ আহমদ।

৬. প্রশ্ন : জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?
উত্তর : কবিতার কথা।

৭. প্রশ্ন : কাজী নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?
উত্তর : ধূমকেতু।

৮. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কী?
উত্তর : মীর মশাররফ হোসেন।

৯. প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
উত্তর : ক্ষুধিত পাষাণ।

১০. প্রশ্ন : কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
উত্তর : ১৭৫৩ সালে।

১১. প্রশ্ন : মীর মশাররফ হোসেনের নাটক কোনটি?
উত্তর : বেহুলা গীতাভিনয়।

১২. প্রশ্ন : দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
উত্তর : বিয়ে পাগলা বুড়ো।

১৩. প্রশ্ন : ইয়ং বেঙ্গল কী?
উত্তর : ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক।

১৪. প্রশ্ন : বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?
উত্তর : দিকদর্শন।

১৫. প্রশ্ন : Frightened : Scream :: Angry :
উত্তর : Shout.

১৬. প্রশ্ন : He _ consciousness as a result of his hitting the car’s dashboard.
উত্তর : lost.

১৭. প্রশ্ন : Only after I _ home, did I remember my doctor’s appointment.
উত্তর : went.

১৮. প্রশ্ন : বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?
উত্তর : উনিশ শতকে।

১৯. প্রশ্ন : লোকসাহিত্য কাকে বলে?
উত্তর : লোকের মুখে মুখে প্রচলিত কাহিনি, গান, ছড়া ইত্যাদিকে লোকসাহিত্য বলে।

২০. প্রশ্ন : শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের বড়াই কী ধরনের চরিত্র?
উত্তর : রাধা-কৃষ্ণের প্রেমের দূতী।

এসইউ/পিআর

আরও পড়ুন