ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ১২ এপ্রিল ২০১৬

প্রকাশিত: ০২:০২ এএম, ১২ এপ্রিল ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : বিশ্বের কোন দেশে সাক্ষরতার হার শতভাগ?
উত্তর : স্লোভাকিয়া।

২. প্রশ্ন : ‘ইউরোপের ককপিট’ বলা হয় কোন দেশকে?
উত্তর : বেলজিয়াম।

৩. প্রশ্ন : মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি?
উত্তর : সনোরা লাইন।

৪. প্রশ্ন : হোয়াংহো নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর : কুনলুন পর্বত।

৫. প্রশ্ন : বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?
উত্তর : জিমি কার্টার।

৬. প্রশ্ন : দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল?
উত্তর : ৩৪২ বছর।

৭. প্রশ্ন : নাসা’র সদর দফতর কোথায়?
উত্তর : ওয়াশিংটন।

৮. প্রশ্ন : ফেয়ার ফ্যাক্স কী?
উত্তর : গোয়েন্দা সংস্থা।

৯. প্রশ্ন : যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কত?
উত্তর : ১০০।

১০. প্রশ্ন : বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
উত্তর : সেন্টমার্টিন।

১১. প্রশ্ন : বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়?
উত্তর : ৭ মার্চ ১৯৭৩।

১২. প্রশ্ন : বাংলাদেশের গ্রামের সংখ্যা কত?
উত্তর : সর্বশেষ পরিসংখ্যানে ৮৭,৩৭২টি।

১৩. প্রশ্ন : নিঝুম দ্বীপের আয়তন কত?
উত্তর : ৩৫.১৩৫ বর্গমাইল।

১৪. প্রশ্ন : হাজংদের অধিবাস কোথায়?
উত্তর : ময়মনসিংহ ও নেত্রকোনা।

১৫. প্রশ্ন : জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
উত্তর : ৪৬.৫ মিটার।

১৬. প্রশ্ন : The South Pole is located in the _.
উত্তর : Antarctic.

১৭. প্রশ্ন : Tiger : Zoology :: Mars :
উত্তর : Astronomy.

১৮. প্রশ্ন : Break : Repair :: Wound :
উত্তর : Heal.

১৯. প্রশ্ন : অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়?
উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৭৯।

২০. প্রশ্ন : ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবিটি কী ছিল?
উত্তর : বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা।

এসইউ/এমএস

আরও পড়ুন