ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ১১ এপ্রিল ২০১৬

প্রকাশিত: ০৪:২১ এএম, ১১ এপ্রিল ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : এক গ্রাম পানির তাপমাত্রা ২০ হতে ৩০ ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধির জন্য কত তাপের প্রয়োজন?
উত্তর : ১০ ক্যালোরি।

২. প্রশ্ন : কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?
উত্তর : ০.১ সেকেন্ড।

৩. প্রশ্ন : টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কী ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
উত্তর : স্থায়ী চুম্বক।

৪. প্রশ্ন : টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্য কয়টি মৌলিক রঙের ছবি ব্যবহার করা হয়?
উত্তর : ৩টি।

৫. প্রশ্ন : পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি তৈরি করে?
উত্তর : এপসন, ১৯৮১ সালে।

৬. প্রশ্ন : কোন যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয়?
উত্তর : ট্রান্সফর্মার।

৭. প্রশ্ন : বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয়?
উত্তর : কিলোওয়াট ঘণ্টায়।

৮. প্রশ্ন : কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
উত্তর : ক্যালসিয়াম কার্বনেট।

৯. প্রশ্ন : পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
উত্তর : সোডিয়াম।

১০. প্রশ্ন : চা পাতায় কোন ভিটামিন থাকে?
উত্তর : ভিটামিন-বি কমপ্লেক্স।

১১. প্রশ্ন : উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কীসের অভাবে?
উত্তর : নাইট্রোজেনের।

১২. প্রশ্ন : মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
উত্তর : ১৮ ইঞ্চি প্রায়।

১৩. প্রশ্ন : ক্যান্সার রোগের কারণ কী?
উত্তর : কোষের অস্বাভাবিক বৃদ্ধি।

১৪. প্রশ্ন : জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি?
উত্তর : আলট্রা-ভ্যায়োলেট রশ্মি।

১৫. প্রশ্ন : জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কী?
উত্তর : প্রাকৃতিক পরিবেশ।

১৬. প্রশ্ন : A rocket flying to the moon does not need wings because _.
উত্তর : space is airless.

১৭. প্রশ্ন : Rubber is notable for its _.
উত্তর : elasticity.

১৮. প্রশ্ন : Julius Caesar was the rular of rome about _.
উত্তর : 2000 years ago.

১৯. প্রশ্ন : কোথায় দিন-রাত্রি সর্বত্র সমান?
উত্তর : নিরক্ষরেখায়।

২০. প্রশ্ন : ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে, তাকে কী বলে?
উত্তর : কসমিক ইয়ার।

এসইউ/এবিএস

আরও পড়ুন