ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ১০ এপ্রিল ২০১৬

প্রকাশিত: ০৫:৪৮ এএম, ১০ এপ্রিল ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে?
উত্তর : ফিটকিরি।

২. প্রশ্ন : কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহার করা হয়?
উত্তর : পায়খানা ও প্রস্রাবখানায়।
 
৩. প্রশ্ন : ১০ থেকে ৬০ পর্যন্ত যেসব মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯ তাদের সমষ্টি কত?
উত্তর : ১০৭।
 
৪. প্রশ্ন : ৪০ সংখ্যাটি হতে ১১ কম। গাণিতিক আকারে প্রকাশ করলে কী হবে?
উত্তর : a=৪০+১১।
 
৫. প্রশ্ন : পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
উত্তর : ১।
 
৬. প্রশ্ন : ১.১, .০১ ও .০০১১- এর সমষ্টি কত?
উত্তর : ১.১১১১।
 
৭. প্রশ্ন : ১.১৬- এর সাধারণ ভগ্নাংশ কোনটি?
উত্তর : ১ ৪/২৫।
 
৮. প্রশ্ন : ৪টি ১ টাকার নোট ও ৮টি ২ টাকার নোট একত্রে ৮টি ৫ টাকার নোটের কত অংশ?
উত্তর : ১/২।
 
৯. প্রশ্ন : পরপর তিনটি সংখ্যার গুনফল ১২০ হলে তাদের যোগফল হবে-
উত্তর : ১৫।
 
১০. প্রশ্ন : ‘আব্দুল্লাহ’ উপন্যাসের রচয়িতা কে?
উত্তর : কাজী ইমদাদুল হক।
 
১১. প্রশ্ন : বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম-
উত্তর : দুর্গেশনন্দিনী।
 
১২. প্রশ্ন : দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
উত্তর : হাড়িয়াভাঙ্গা।
 
১৩. প্রশ্ন : খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর : রোমে।
 
১৪. প্রশ্ন : গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
উত্তর : হোসেন শাহ।

১৫. প্রশ্ন : ‘ডেভিস কাপ’ কোন খেলায় দেয়া হয়?
উত্তর : লন টেনিস।
 
১৬. প্রশ্ন : Who wrote the plays, ‘The Tempest’ and ‘The Mid Summer Night’s Dream’?
উত্তর : William Shakespeare.
 
১৭. প্রশ্ন : ‘I have a __ that one day this nation will live out the true meaning of its creed that all men are created equal.’
উত্তর : dream.
 
১৮. প্রশ্ন : Who wrote the two famous novels, ‘David Copperfield’ and ‘The Tale Of Tow Cities’?
উত্তর : Charles Dickens.

১৯. প্রশ্ন : পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি?
উত্তর : লোহা।
 
২০. প্রশ্ন : অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন-
উত্তর : লুইস ব্রেইল।

এসইউ/এমএস

আরও পড়ুন