ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

শাবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন ৩১ জানুয়ারি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ০৯ জানুয়ারি ২০২৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশনার তাপস তালুকদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ৩১ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

কমিশন সূত্রে জানা যায়, ১৭ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৮ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ, মনোনয়নপত্র দাখিল ২৩ জানুয়ারি দুপুর সাড়ে ১২টা, মনোনয়পত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ একই দিন বিকেল ৪টায়, প্রার্থিতা প্রত্যাহার ২৪ জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত, একই দিন বিকেল ৪টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং অগ্রিম ভোট গ্রহণ ২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এদিকে মঙ্গলবার বিকেলে প্রাথমিক ভোটার তালিকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২, গ্রন্থাগার ভবন ও অফিসার্স এসোসিয়েশের কার্যালয়ের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হয়েছে। এতে কোনো সংশোধনী থাকলে ১৬ জানুয়ারি বিকেল ৩টার মধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

নাঈম আহমদ শুভ/এনআইবি/এমএস