ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

তরুণদের নিয়ে এক্সিলেন্স বাংলাদেশের ঢাকা মিটআপ

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:২৮ পিএম, ০৪ নভেম্বর ২০২৩

 

এক্সিলেন্স বাংলাদেশ বরাবরই ক্যারিয়ার গঠনে কাজ করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে আছে এর শাখা। তবে রাজধানীতেও আছে অনেক শুভাকাঙ্ক্ষী এবং কর্মী। তাই তো ঢাকার সদস্যদের নিয়ে আয়োজিত হয় এক্সিলেন্স বাংলাদেশ ঢাকা মিটআপ।

৩ নভেম্বর রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারের এ এস মাহমুদ সেমিনার হলে মিটআপটি অনুষ্ঠিত হয়। ঢাকার সব টিমের অংশগ্রহণে অনুষ্ঠানটির সহযোগিতা করেছে কিরণ।

অনুষ্ঠানে অতিথি ছিলেন মাস্কো গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার শাহিন মোহাম্মদ, প্রাণ গ্রুপের রিক্রুটমেন্ট হেড হাবিবুল হাসান সায়মন, স্টার সিনেপ্লেক্সের এইচআর কর্মকর্তা লায়লা নাজনীন, গ্রামীণ ডানোনের ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ, মার্কেটিং প্রধান সুরাইয়া সিদ্দীকা, বি গ্লোবাল কনসালটেন্সির চেয়ারম্যান নুসরাত জাহান, জাগো নিউজের ফিচার ইনচার্জ সালাহ উদ্দিন মাহমুদ, ডিজিটাল মিডিয়া ফোরামের সেক্রেটারি হাকিম মাহী, কোটস বাংলাদেশের এইচআর কর্মকর্তা নারগীস আক্তার, এডিএন গ্রুপের এইচআর কর্মকর্তা ফারহানা রহমান ঊর্মী, নেক্সটজেন গ্রুপের সিইও কামরুল হাসান, পারটেক্স গ্রুপের এইচআর কর্মকর্তা তানিয়া জাহিদ।

আরও পড়ুন: জেসিআই ঢাকা ওয়েস্টের প্রেসিডেন্ট হলেন

এক্সিলেন্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা বেনজির আবরার জানান, ঢাকার বিশ্ববিদ্যালয়গুলো ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫০ জন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া এলামনাইরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এতে সেরা ৫টি ক্যাম্পাস টিম ও ১০ জন সেরা টিমমেটকে সম্মাননা দেওয়া হয়। সেরা ৫টি ক্যাম্পাস হলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজি, সাউথইস্ট ইউনিভার্সিটি, সোনারগাঁও ইউনিভার্সিটি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি এবং ড. এম এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিল এক্সপ্রেস ইন টাউন, চেকমেট ইভেন্টস, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, পিঠার ঝুড়ি, গ্রামীণ ডানোন শক্তি, এসএসবি লেদার, বি গ্লোবাল কনসালটেন্সি, ফিওনা বাংলাদেশ, সিটি দোকান, স্বপ্নতান, ডায়না হোস্ট, সেলাই, টুলেটবুক ডটকম।

আরও পড়ুন: বিয়ের ছবি তুলে সফল রক্তিম সৈকত 

বক্তারা বলেন, ‘যোগাযোগ একটি সম্পর্ককে মজবুত করে। এক্সিলেন্স বাংলাদেশ প্রতি বছর ঢাকায় মিটআপের আয়োজন করে। তাই তাদের সাধুবাদ জানাতেই হয়। এখানে মূলত নিজেদের কর্পোরেট জগতে কিংবা সামনে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা থাকে।’

আয়োজকরা জানান, মিটআপে উপস্থিত থাকেন কর্পোরেট জগতের বিভিন্ন মানুষসহ এক্সিলেন্স বাংলাদেশের লিড টিম। সবার মধ্যকার সম্পর্ককে মজবুত করতে এবং সফল করতেই একটি সন্ধ্যাকে উজাড় করে দেন সবাই।

এসইউ/

আরও পড়ুন