ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ২৮ মার্চ ২০১৬

প্রকাশিত: ০২:১৩ এএম, ২৮ মার্চ ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4cm এবং 6cm হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত?
উত্তর : 12.

২. প্রশ্ন : x^3-x^2 কে x-2 দ্বারা ভাগ করলে অবশেষ থাকবে-
উত্তর : 4.
 
৩. প্রশ্ন : (4x^2-16) এবং 6x^2+24x+24 এর গসাগু-
উত্তর : 2(x+2).

৪. প্রশ্ন : Log2(1/32) এর মান-
উত্তর : -5.
 
৫. প্রশ্ন : কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60। তবে সংখ্যাটি কত?
উত্তর : 200.
 
৬. প্রশ্ন : কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে কত?
উত্তর : 70.
 
৭. প্রশ্ন : রহিম, করিম এবং গাজী তিনজনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15,6 ও 10 দিনে। তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
উত্তর : 3 দিন।
 
৮. প্রশ্ন : যদি Q/P=1/4 হয় তবে (P+Q)/(P-Q) এর মান-
উত্তর : 5/3.
 
৯. প্রশ্ন : কোনটি সবচেয়ে ছোট?
উত্তর : 2/13.
 
১০. প্রশ্ন : মানবদেহে সাধারণভাবে ক্রমোজম থাকে-
উত্তর : ২৩ জোড়া।
 
১১. প্রশ্ন : হীরক উজ্জ্বল দেখায়, কারণ-
উত্তর : পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য।
 
১২. প্রশ্ন : কোন আলোক তরঙ্গে মানব চোখে দেখতে পাওয়া যায়?
উত্তর : ৪০০ থেকে ৭০০ নেমি।
 
১৩. প্রশ্ন : কৃষি জমিতে প্রধানত চুন ব্যবহার করা হয়-
উত্তর : মাটির অম্লতা হ্রাসের জন্য।
 
১৪. প্রশ্ন : কোলেস্টেরল এক ধরনের-
উত্তর : অসম্পৃক্ত অ্যালকোহল।
 
১৫. প্রশ্ন : প্রবল জোয়ারের কারণ, যখন-
উত্তর : সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে।

১৬. প্রশ্ন : সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয়ের নাম-
উত্তর : সেক্সট্যান্ট।
 
১৭. প্রশ্ন : কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে বলা হয়-
উত্তর : ইন্টারনেট।
 
১৮. প্রশ্ন : অপটিক্যাল ফাইবার হচ্ছে-
উত্তর : খুব সরু ও নমনীয় কাচ তন্তুর আলোক নল।
 
১৯. প্রশ্ন : বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়-
উত্তর : আয়োনোস্ফিয়ার।
 
২০. প্রশ্ন : বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন-
উত্তর : স্টিফেন হকিং।

এসইউ/এমএস

আরও পড়ুন