কেয়ার বাংলাদেশের ‘লেটস ওয়াচ হার সোর’ অনুষ্ঠিত
কেয়ার বাংলাদেশের টিপিং পয়েন্টের উদ্যোগে ইউএনএফপিএ এবং কেনেদা ফাউন্ডেশনের অর্থায়নে ‘লেটস ওয়াচ হার সোর’ শিরোনামে কর্মসূচি পালিত হয়েছে।
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে এবং বাল্যবিবাহ বন্ধ করতে ১৫ অক্টোবর রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ঢাকা, সুনামগঞ্জ ও রংপুরের কিশোরী, এনজিওসহ বিভিন্ন সংস্থার অতিথিরা উপস্থিত ছিলেন।
এতে নারীদের যে কোনো কাজের নেতৃত্ব দানে উৎসাহিত করা হয়। তরুণদের সমসাময়িক সমস্যাগুলো তুলে ধরা হয়। এমনকি নারীদের অধিকার আদায়ে নীতিগত মনোযোগ এবং বিনিয়োগ প্রয়োজন বলে মনে করা হয়।
আরও পড়ুন: বারবার অনুশীলন চালিয়ে যেতে হবে: মোহন আহমেদ
অনুষ্ঠানে ধাঁধা সমাধান, সমসাময়িক কিশোর-কিশোরীদের বিষয়ে বিভিন্ন ধারণা দেওয়া হয়। এছাড়া অংশগ্রহণকারীদের জন্য প্যানেল আলোচনার আয়োজন করা হয়।
কেয়ার বাংলাদেশের নারী ও যুব ক্ষমতায়ন কর্মসূচির পরিচালক রওনক জাহান বলেন, ‘আমাদের সমাজে এখনো অনেক বিষয় আছে, যা নিষিদ্ধ হিসেবে বিদ্যমান। কেয়ার বাংলাদেশ বিশ্বাস করে যে, আমাদের অবশ্যই বিনিয়োগ করতে হবে এবং নারীদের অধিকার নিশ্চিত করতে অবদান রাখতে হবে।’
এসইউ/জিকেএস