আজকের সাধারণ জ্ঞান : ২৪ মার্চ ২০১৬
চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘৩৩তম বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের ৩য় পর্বের বিশেষ আয়োজন।
১. প্রশ্ন : Each of the sons followed __ father’s trade.
উত্তর : his.
২. প্রশ্ন : Subject – verb agreement refers to –
উত্তর : number and person.
৩. প্রশ্ন : The error in the sentence, ‘One of the recommendation made by the committee was accepted by the authorities’ is –
উত্তর : recommendation.
৪. প্রশ্ন : ‘The French’ refers to –
উত্তর : The French people.
৫. প্রশ্ন : If a person cannot stop taking drugs, he is –
উত্তর : addicted to them.
৬. প্রশ্ন : The word ‘officialese’ means –
উত্তর : language used in offices.
৭. প্রশ্ন : ‘Succumb’ means –
উত্তর : submit.
৮. প্রশ্ন : We look forward ____ a response from you.
উত্তর : to receiving.
৯. প্রশ্ন : If a part of a speech or writing breaks the theme, it is called –
উত্তর : digression.
১০. প্রশ্ন : The expression ‘take into account’ means-
উত্তর : consider.
১১. প্রশ্ন : কর্তৃপক্ষ তাকে তিরস্কার করল –
উত্তর : The authorities took him to task.
১২. প্রশ্ন : ‘Such claim needs to be tested empirically’ means –
উত্তর : The test should be based on experience.
১৩. প্রশ্ন : The idiom ‘put up with’ means –
উত্তর : tolerate.
১৪. প্রশ্ন : In many ways, riding a bicycle is similar to –
উত্তর : driving a car.
১৫. প্রশ্ন : অগ্নি এর সমার্থক নয় –
উত্তর : প্রজ্জলিত।
১৬. প্রশ্ন : কোন চরণটি সঠিক?
উত্তর : ধন ধান্যে পুষ্পে ভরা।
১৭. প্রশ্ন : শুদ্ধ নয় বানান –
উত্তর : উর্দ্ধ।
১৮. প্রশ্ন : গৃহী এর বিপরীত শব্দ
উত্তর : সন্ন্যাসী।
১৯. প্রশ্ন : Excise duty পরিভাষা কোনটি?
উত্তর : আবগারি শুল্ক।
২০. প্রশ্ন : যে বাক্যটি শুদ্ধ?
উত্তর : তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়।
এসইউ/আরআইপি