ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ২৩ মার্চ ২০১৬

প্রকাশিত: ০৪:১৭ এএম, ২৩ মার্চ ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘৩৩তম বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের ২য় পর্বের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : স্টেইনলেস স্টিলের অন্যতম উপদান-
উত্তর : ক্রোমিয়াম।

২. প্রশ্ন : সর্বাপেক্ষা হালকা গ্যাস-
উত্তর : হাইড্রোজেন।

৩. প্রশ্ন : শঙ্কর ধাতু পিতলের উপাদান-
উত্তর : তামা ও দস্তা।

৪. প্রশ্ন : সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল-
উত্তর : জিপসাম।

৫. প্রশ্ন : নবায়ণযোগ্য শক্তির উৎস-
উত্তর : সূর্যরশ্মি।

৬. প্রশ্ন : ইন্টারনেট চালু হয়-
উত্তর : ১৯৬৯ সালে।

৭. প্রশ্ন : MKS পদ্ধতিতে ভরের একক-
উত্তর : কিলোগ্রাম।

৮. প্রশ্ন : Altimeter কী?
উত্তর : উচ্চতা পরিমাপক যন্ত্র।

৯. প্রশ্ন : বিগব্যাঙ তত্ত্বের প্রবর্তক-
উত্তর : জি. ল্যামেটার।

১০. প্রশ্ন : মহাজাগতিক রশ্মির আবিষ্কারক-
উত্তর : হেস।

১১. প্রশ্ন : ইউরি গ্যাগারিন মহাশূন্যে যান-
উত্তর : ১৯৬১ সালে।

১২. প্রশ্ন : গ্রীনিচ মানমন্দির অবস্থিত-
উত্তর : যুক্তরাজ্যে।

১৩. প্রশ্ন : ভারি পানির সংকেত-
উত্তর : D2O.

১৪. প্রশ্ন : লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয়-
উত্তর : দস্তা।

১৫. প্রশ্ন : Noureen will discuss the issue with Nasir ___ phone.
উত্তর : over.

১৬. প্রশ্ন : Some writer sink __ oblivion in course of time.
উত্তর : into.

১৭. প্রশ্ন : ‘Call to mind’ means-
উত্তর : remember.

১৮. প্রশ্ন : ‘Pass away’ means-
উত্তর : die.

১৯. প্রশ্ন : Pick the word that is synonymous with ‘authoritarian’
উত্তর : autocratic.

২০. প্রশ্ন : The word ‘permissive’ implies-
উত্তর : liberal.

এসইউ/পিআর

আরও পড়ুন