ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

বাংলা নববর্ষ ভাতা প্রদান

প্রকাশিত: ০৭:০৩ এএম, ২২ মার্চ ২০১৬

বর্তমান জনকল্যাণমুখী, উন্নয়নবান্ধব সব শ্রেণির চাকরিজীবীদের জন্য ২০১৫ সালের ১৫ ডিসেম্বর এক যুগান্তকারী পে-স্কেল ঘোষণা করেছে। সে সঙ্গে নববর্ষ ভাতা (১৪২৩ বঙ্গাব্দ থেকে) প্রদানের নির্দেশ দিয়েছে। সে জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।

ঘোষিত এই পে-স্কেলে মাসিক নিট পেনশন গ্রহণকারী অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের জন্যও নববর্ষ ভাতা প্রদানের নির্দেশ দিয়েছে। কিন্তু ১০০ শতাংশ পেনশন সমর্পণকারীদের বেলায় এ ভাতা প্রদানের নির্দেশ দেয়া হয়নি। এর ফলে আমরা ১০০ শতাংশ পেনশন সমর্পণকারীরা নববর্ষের আনন্দ উদযাপন থেকে বঞ্চিত হতে যাচ্ছি।

তাই বাঙালির চির ঐতিহ্যময় নববর্ষকে আনন্দময় করতে সরকারি ব্যাংকসহ ১০০ শতাংশ পেনশন সমর্পণকারীদের নিট পেনশন গ্রহণকারীদের মতো নববর্ষ ভাতা প্রদানের ব্যবস্থা করতে সবিনয় অনুরোধ করছি।  

লেখক: অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সোনালী ব্যাংক, শরীয়তপুর।

এসইউ/এমএস

আরও পড়ুন