আজকের সাধারণ জ্ঞান : ২২ মার্চ ২০১৬
চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘৩৩তম বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের ১ম পর্বের বিশেষ আয়োজন।
১. প্রশ্ন : চর্যাপদ কোন ছন্দে লেখা?
উত্তর : মাত্রাবৃত্ত।
২. প্রশ্ন : কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন?
উত্তর : আঠারো শতকের শেষার্ধে ও ঊনিশ শতকের প্রথমার্ধে।
৩. প্রশ্ন : কবিগানের প্রথম কবি–
উত্তর : গোজলা পুট।
৪. প্রশ্ন : ‘কেন পান্থ হও ক্ষান্ত হেরি দীর্ঘ পথ?’- কার লেখা?
উত্তর : কৃষ্ণচন্দ্র মজুমদার।
৫. প্রশ্ন : কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত?
উত্তর : হরতাল।
৬. প্রশ্ন : বঙ্কিমচন্দ্রের ‘বিষবৃক্ষ’ উপন্যাসের চরিত্র এটি-
উত্তর : কুন্দনন্দিনী।
৭. প্রশ্ন : গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন কে?
উত্তর : W B Yeats.
৮. প্রশ্ন : The Origin and Development of Bengali Language গ্রন্থটি রচনা করেন কে?
উত্তর : ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়।
৯. প্রশ্ন : কল্লোল প্রকাশিত হয়–
উত্তর : ১৯২৩ সালে।
১০. প্রশ্ন : কোনটি অ্যান্টিবায়োটিক?
উত্তর : পেনিসিলিন।
১১. প্রশ্ন : জন্ডিসে আক্রান্ত হয়–
উত্তর : যকৃত।
১২. প্রশ্ন : ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ........ ধারার ১০ম পদটি কত?
উত্তর : ৫৫।
১৩. প্রশ্ন : ৫জন তাঁতশ্রমিক ৫দিনে ৫টি কাপড় বুনতে পারে। একই ধরনের ৭টি কাপড় বুনতে ৭জন শ্রমিকের কতদিন লাগবে?
উত্তর : ৫দিন।
১৪. প্রশ্ন : একটি আয়তকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যর ২/৩ অংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত?
উত্তর : ৯৬ বর্গমিটার।
১৫. প্রশ্ন : ৩ সে.মি., ৪ সে.মি. ও ৫ সে.মি. বাহুবিশিষ্ট তিনটি ঘনক গলিয়ে নূতন একটি ঘনক তৈরি করা হল। নূতন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে?
উত্তর : ৬ সে.মি.।
১৬. প্রশ্ন : তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোনো সদস্যের বয়স ২১ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত হবে?
উত্তর : ৩০ বছর।
১৭. প্রশ্ন : বিদ্যুৎ পরিবাহী নয়–
উত্তর : রাবার।
১৮. প্রশ্ন : চুম্বকে পরিণত করা যায়–
উত্তর : ইস্পাত।
১৯. প্রশ্ন : মৌলিক পদার্থ–
উত্তর : লোহা।
২০. প্রশ্ন : স্বাভাবিক তাপমাত্রায় তরল ধাতু–
উত্তর : পারদ।
এসইউ/পিআর