ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ১৭ মার্চ ২০১৬

প্রকাশিত: ০২:৩৪ এএম, ১৭ মার্চ ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘৩৪তম বিসিএসের প্রশ্নোত্তর’ নিয়ে জাগো জবসের ২য় পর্বের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?
উত্তর : অক্সিজেন পরিবহন করা।

২. প্রশ্ন : মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস কী?
উত্তর : শ্বসন।

৩. প্রশ্ন : কোন সংখ্যার ০.১ পৌনপুনিক ভাগ এবং ০.১ ভাগের মধ্যে পার্থক্য ১.০ হলে, সংখ্যাটি কত?
উত্তর : ৯০।

৪. প্রশ্ন : একটি আয়তকার কক্ষের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তকার কক্ষের সমান পরিসীমাবিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে?
উত্তর : ১৯৬ বর্গমিটার।

৫. প্রশ্ন : √169 is equal to কত?
উত্তর : 13.

৬. প্রশ্ন : তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ; সংখ্যা তিনটির গড় কত?
উত্তর : ৪।

৭. প্রশ্ন : একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী আছে প্রত্যেকে ততো পয়সার চেয়ে আরো ২৫ পয়সা বেশি করে চাঁদা দেয়ায় মোট ৭৫ টাকা উঠলো। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রী সংখ্যা কত?
উত্তর : ৭৫।

৮. প্রশ্ন : মামুন ২৪০ টাকায় একই রকম কতগুলো কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেতো তাহলে প্রতিটি কলমের মূল্য ১ টাকা পড়ত। সে কতগুলি কলম কিনেছিল?
উত্তর : ১৫টি।

৯. প্রশ্ন : ১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন ‘আগামীকাল’। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?
উত্তর : ৭ তারিখ।

১০. প্রশ্ন : ০.০৩, ০.১২, ০.৪৮, --- শূন্যস্থানের সংখ্যাটি কত হবে?
উত্তর : ১.৯২।

১১. প্রশ্ন : কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?
উত্তর : রূপা।

১২. প্রশ্ন : বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির-
উত্তর : ঘনত্ব বেশি।

১৩. প্রশ্ন : Photosynthesis takes place in -
উত্তর : Green parts of the plants.

১৪. প্রশ্ন : ইউরিয়া থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান প্রহণ করে?
উত্তর : নাইট্রোজেন।

১৫. প্রশ্ন : ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় তা হলো-
উত্তর : চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়।

১৬. প্রশ্ন : ডেঙ্গুজ্বরের বাহক কোন মশা?
উত্তর : এডিস।

১৭. প্রশ্ন : সুষম খাদ্যের উপাদান কয়টি?
উত্তর : ৬টি।

১৮. প্রশ্ন : ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
উত্তর : অগ্ন্যাশয় থেকে।

১৯. প্রশ্ন : হাড় ও দাঁতকে মজবুত করে-
উত্তর : ফসফরাস।

২০. প্রশ্ন : অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো-
উত্তর : গ্লাইকোজেন।

এসইউ/আরআইপি

আরও পড়ুন