বিসিএস পরীক্ষার সহায়ক
শিক্ষিত মেধাবী তরুণের মনে প্রথমেই উঁকি দেয় একটি স্বপ্ন। আর তা হচ্ছে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। মোটামুটি ছাত্রজীবন থেকেই চলতে থাকে অনুশীলন। যেহেতু সব চাকরিতেই রয়েছে নিয়োগ পরীক্ষার বাধা। তাই প্রস্তুতিটা আগে থেকে নিলেই ভালো হয়। এর জন্য জানতে হয় কোন পরীক্ষার জন্য কোন বই পড়তে হবে। এবার বিসিএস পরীক্ষার জন্য সহায়ক হিসেবে বেছে নিন উল্লেখিত বইসমূহ। তাহলে প্রস্তুতিটা সহজ হবে।
মনে রাখবেন, বিসিএসের নতুন সিলেবাস থাকছে ৩৫তম বিসিএস থেকে। তবুও এই সিলেবাসকে নির্দিষ্ট ছকে ফেলা যাচ্ছে না। কিন্তু পূর্ববর্তী পরীক্ষার ধারাবাহিকতায় সহায়ক কিছু বইয়ের তালিকা উপস্থাপন করা হচ্ছে।
সব বিষয়ের
বিসিএসের যেকোনো বিষয়ের জন্য ১০ম থেকে ৩৫তম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সংকলন বইটি দেখুন (সলিউশন ব্যাখ্যাসহ); বিসিএস ডাইজেস্ট বিসিএস বিষয়গুলো সংক্ষেপে খুব ভালো সংকলন এমন বই; কারেন্ট অ্যাফেয়ার্স (মাসিক এবং বার্ষিক কপি ও বিসিএস স্পেশালসহ); সংখ্যাতত্ত্ব; বাংলাদেশের সংবিধান; বিসিএস ম্যাপ (বাংলাদেশ ও আন্তর্জাতিক); সব বিষয়ের লিখিত এর দুই সেট বই; বাংলাপিডিয়া; নন-ক্যাডারের দুই সিরিজের বই; অর্থনৈতিক সমীক্ষা।
বাংলা
সৌমিত্র শেখরের সাহিত্য জিজ্ঞাসা; হুমায়ূন আজাদের লাল নীল দীপাবলি; মাধ্যমিক বাংলা গদ্য ও পদ্য (লেখক, কবি ও প্রাবন্ধিকদের জীবনী, উল্লেখযোগ্য বই); মাধ্যমিক বাংলা ব্যাকরণ; জুয়েল কিবরিয়ার বাংলা কোষ; সংসদ বাংলা অভিধান (বাংলা টু বাংলা, বাংলা টু ইংরেজি)।
ইংরেজি
English for Competitive Exam; অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার ইংলিশ গ্রামার বই; ভালো মানের যেকোনো ইংরেজি গ্রামার বই; ইংরেজি বিসিএস প্রিলিমিনারির বই; common Mistake/Fiticates; Vocabulary/Word Treasure; Analogy; Synonym-Antonym বিষয়ক যেকোনো বই।
গণিত
গণিত স্পেশাল/বিসিএস ম্যাথ প্রিলি; মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি বিষয়ক বই; মাধ্যমিক বীজগণিত; মাধ্যমিক জ্যামিতি (পরিমিতি, ত্রিকোণমিতি ১২.৩); নিম্নমাধ্যমিক গণিত (৮ম শ্রেণির পাটি গণিত)।
বিজ্ঞান
গত ৩ সিরিজের বিসিএস বিজ্ঞান সমগ্র; ৮ম শ্রেণির নিম্নমাধ্যমিক বিজ্ঞান; ৯ম শ্রেণির মাধ্যমিক সাধারণ বিজ্ঞান; ৯ম শ্রেণির পদার্থবিজ্ঞান; ৯ম শ্রেণির রসায়ন বিজ্ঞান; ৯ম শ্রেণির জীববিজ্ঞান।
বাংলাদেশ ও আন্তর্জাতিক
৯ম শ্রেণির মাধ্যমিক ইতিহাস; ৯ম শ্রেণির মাধ্যমিক ভূগোল; ৯ম শ্রেণির মাধ্যমিক সামাজিক বিজ্ঞান; আবদুল হাইয়ের বাংলাদেশ বিষয়াবলি; সাধারণ জ্ঞানের যেকোনো ভালো বই (গত ৩ সিরিজের বই); বাংলাদেশ এবং পৃথিবীর মানচিত্র ও মানচিত্রবিশিষ্ট বই।
এসইউ/পিআর