আজকের সাধারণ জ্ঞান : ১৫ মার্চ ২০১৬
চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘আন্তর্জাতিক চুক্তি ও সনদ’ বিষয়ে জাগো জবসের শেষ পর্বের বিশেষ আয়োজন।
১. প্রশ্ন : সল্ট-১ চুক্তিটির উদ্দেশ্য কী?
উত্তর : অ্যান্টি ব্যালিস্টিক সিস্টেম সীমিতকরণ।
২. প্রশ্ন : সল্ট-২ চুক্তিটির উদ্দেশ্য কী?
উত্তর : আক্রমণাত্মক অস্ত্র ২৪০০ এর মধ্যে সীমিতকরণ।
৩. প্রশ্ন : নান কিং চুক্তির উদ্দেশ্য ও ফলাফল কী?
উত্তর : ব্রিটেনের চীনের কাছ থেকে হংকং লাভ।
৪. প্রশ্ন : চীন কেন নান কিং চুক্তি করতে বাধ্য হয়?
উত্তর : অহিফেনের যুদ্ধে পরাজিত হয়ে।
৫. প্রশ্ন : অহিফেনের যুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তর : ১৮৪০-১৮৪২ সাল।
৬. প্রশ্ন : স্ট্যার্ট-টু চুক্তিটি কবে স্বাক্ষর হয়?
উত্তর : ৩ জানুয়ারি ১৯৯৩।
৭. প্রশ্ন : স্ট্যার্ট-টু চুক্তিটি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষর হয়?
উত্তর : যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
৮. প্রশ্ন : স্ট্যার্ট-টু চুক্তিটির উদ্দেশ্য কী?
উত্তর : পারমাণবিক ক্ষেপণাস্ত্র হ্রাসকরণ।
৯. প্রশ্ন : ভারত-বাংলাদেশ মৈত্রীচুক্তির উদ্দেশ্য কী?
উত্তর : মৈত্রী, শান্তি ও সহযোগিতা।
১০. প্রশ্ন : ভারত-বাংলাদেশ মৈত্রীচুক্তি কত বছর মেয়াদী?
উত্তর : ২৫ বছর।
১১. প্রশ্ন : ভারত-বাংলাদেশ মৈত্রীচুক্তি কোথায় স্বাক্ষর হয়?
উত্তর : নয়াদিল্লী, ভারত।
১২. প্রশ্ন : ইরাক-ইরান যুদ্ধবিরতি চুক্তি কবে স্বাক্ষর হয়?
উত্তর : ২০ সেপ্টেম্বর ১৯৮৮।
১৩. প্রশ্ন : নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (নাফটা) কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৯৪ সালে।
১৪. প্রশ্ন : কত সালে ইরাক কুয়েত দখল করেছিল?
উত্তর : ১৯৯০ সালে।
১৫. প্রশ্ন : সাইপ্রাস কোন দুই দেশের মধ্যে বিবাদের কারণ?
উত্তর : গ্রিস ও তুরস্ক।
১৬. প্রশ্ন : ইনোসিস কী?
উত্তর : বিভক্ত জার্মানির একত্রীকরণ।
১৭. প্রশ্ন : নাফটার সদস্য নয় কোন দেশ?
উত্তর : ভেনিজুয়েলা।
১৮. প্রশ্ন : নাফটাভুক্ত দেশ কয়টি ও কী কী?
উত্তর: ৩টি। মেক্সিকো, ক্যানাডা ও যুক্তরাষ্ট্র।
১৯. প্রশ্ন : এফটা বলতে কী বোঝায়?
উত্তর : একটি বাণিজ্যিক গোষ্ঠী।
২০. প্রশ্ন : আফ্রিকাভিত্তিক COMESA কী?
উত্তর : বাণিজ্যিক ব্লক।
এসইউ/পিআর