ভিডিও EN
  1. Home/
  2. জাগো জবস

আজকের সাধারণ জ্ঞান : ১৪ মার্চ ২০১৬

প্রকাশিত: ০৪:১৮ এএম, ১৪ মার্চ ২০১৬

চাকরি নামের সোনার হরিণটি ধরার জন্য সবাই মরিয়া। কিন্তু ভালো প্রাতিষ্ঠানিক ফলাফল নিয়েও চাকরির নিয়োগ পরীক্ষায় অকৃতকার্য হন অনেকেই। চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য নিয়মিত পড়াশোনা করতে হয়। চাকরিপ্রার্থীদের প্রতিদিনের প্রস্তুতির জন্য ‘আন্তর্জাতিক চুক্তি ও সনদ’ বিষয়ে জাগো জবসের ৩য় পর্বের বিশেষ আয়োজন।

১. প্রশ্ন : বৃহৎ শক্তিধর ৫টি দেশ কবে সিটিবিটিতে স্বাক্ষর করে?
উত্তর : ২৪ সেপ্টেম্বর ১৯৯৬।

২. প্রশ্ন : কোন কোন দেশ এখনো সিটিবিটি অনুমোদন করেনি?
উত্তর : রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন।

৩. প্রশ্ন : উত্তর আয়ারল্যান্ড সম্পর্কিত শান্তিচুক্তি কবে স্বাক্ষর হয়?
উত্তর : ১০ জুলাই ১৯৯৮।

৪. প্রশ্ন : স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি কবে থেকে কার্যকর হয়?
উত্তর : ১৯৯৯ সাল।

৫. প্রশ্ন : ‘শান্তির জন্য ভূমি’ চুক্তিটি কাদের মধ্যে স্বাক্ষর হয়?
উত্তর : ফিলিস্তিন ও ইসরাইলের।

৬. প্রশ্ন : ‘শান্তির জন্য ভূমি’ চুক্তিটি কবে স্বাক্ষর হয়?
উত্তর : ২৩ অক্টোবর ১৯৯৮।

৭. প্রশ্ন : ‘শান্তির জন্য ভূমি’ চুক্তিটি কোথায় স্বাক্ষর হয়?
উত্তর : হোয়াইট হাউজ।

৮. প্রশ্ন : ‘নিরাপদ করিডোর’ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষর হয়?
উত্তর : ফিলিস্তিন ও ইসরাইলের।

৯. প্রশ্ন : ‘নিরাপদ করিডোর’ চুক্তি কবে স্বাক্ষর হয়?
উত্তর : ৫ অক্টোবর ১৯৯৯।

১০. প্রশ্ন : ‘মলোটভ রিবেন থ্রোপ’কী?
উত্তর : একটি স্বাক্ষরিত চুক্তির নাম।

১১. প্রশ্ন : ‘মলোটভ রিবেন থ্রোপ’ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষর হয়?
উত্তর : স্ট্যালিন ও হিটলারের মধ্যে।

১২. প্রশ্ন : ‘মলোটভ রিবেন থ্রোপ’ চুক্তিটি কবে স্বাক্ষর হয়?
উত্তর : ১৯৩৯ সালে।

১৩. প্রশ্ন : ‘আনজুস চুক্তি’ কোন কোন দেশের মধ্যে স্বাক্ষর হয়?
উত্তর : অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ড ।

১৪. প্রশ্ন : আনজুস চুক্তি কবে স্বাক্ষর হয়?
উত্তর : ১৪ সেপ্টেম্বর ১৯৫১।

১৫. প্রশ্ন : আনজুস চুক্তির উদ্দেশ্য কী?
উত্তর : প্রশান্ত মহাসাগর অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা।

১৬. প্রশ্ন : ইরান-রাশিয়া পারমাণবিক চুক্তি কবে স্বাক্ষর করে?
উত্তর : ২৫ ডিসেম্বর ২০০২।

১৭. প্রশ্ন : কারা ‘ফ্যালকন চুক্তি’ স্বাক্ষর করে?
উত্তর : ভারত ও ইসরাইল।

১৮. প্রশ্ন : ফ্যালকন চুক্তি কী?
উত্তর : ফ্যালকন রাডার সিস্টেম চুক্তি।

১৯. প্রশ্ন : অ্যান্টার্কটিকা চুক্তিটি কাদের মধ্যে স্বাক্ষর হয়?
উত্তর : যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ও ফ্রান্স।

২০. প্রশ্ন : অ্যান্টার্কটিকা চুক্তির উদ্দেশ্য কী?
উত্তর : অ্যান্টার্কটিকা মহাদেশকে দু’পক্ষ মিলে শাসন করা।

এসইউ/এমএস

আরও পড়ুন